বি-টাউনে জাহ্নবী-শিখরের প্রেম শুরু থেকেই ওপেন সিক্রেট। শ্রীদেবী কন্যা মন দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধুকে। জাহ্নবী কাপুর হালে তাঁর নতুন ছবি সানি সংস্কার কি তুলসী কুমারীর প্রচারে ব্যস্ত ছিলেন। পিঙ্কভিলার সাথে সাম্প্রতিক সাক্ষাত্কারে শিখর পাহাড়িয়াকে নিয়ে অকপটে কথা বলেছেন নায়িকা।
ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও বড় আপটেড দিলেন নায়িকা। প্রিয় জুটিকে ভালোবাসে কোনও না কোনও নাম দেয় ভক্তরা। যেমন রণবীর-দীপিকাকে একত্রে দীপবীর বলা হয়, তেমনই আলিয়া এবং রণবীরকে রালিয়া, কিংবা নিক-প্রিয়াঙ্কাকে নিয়াঙ্কা বলে ডাকা হয়। তবে জাহ্নবী-শিখর জুটিকে জুড়ে যে নাম ভক্তরা দিয়েছে তাতে এক কথায় হতাশ জাহ্নবী, বিরক্তির সুরে দু-চার কথা শুনিয়েও দিয়েছেন।
এক ভক্তের প্রশ্নের জবাবে জাহ্নবী বলেন, ‘ আমি এখন আমার জীবনে প্রচণ্ড খুশি। জীবনে মাল্টিপ্লিকেশনের এখন সময় নেই (অর্থাৎ একাই ভালো আছি) যার প্রসঙ্গ আপনারা ইঙ্গিতে টানছেন সেও খুব ব্যস্ত।’ পালটা অনুরাগী জানতে চান, নাম নিলে তাতে আপত্তি কোথায়?' প্রেমিকে নাম নিতে কোনও আপত্তি নেন জাহ্নবীর। তবে খুব বাজেভাবে সংবাদ শিরোনামে তাঁর বক্তব্য ব্যবহার করা হয়।
ভক্ত জাহ্নবী ও শিখর জুটিকে ‘জসসি’ বলে সম্বোধন করে। যা শুনে জাহ্নবীর প্রতিক্রিয়া ছিল অমূল্য। ‘জসসি….’ বিস্মিত হয়ে নায়িকা বলেছিলেন, ‘ওহ না, আমি এটি পছন্দ করছি না। জানওয়ার কেমন?’ স্পষ্টতই বিরক্তির ছাপ জাহ্নবীর মুখে।
নিজেদের জুটির জসসি নামকরণে খানিক হতাশ প্রিয়াঙ্কা। সানি সংস্কার কি তুলসী কুমারী ছবিতে শেষ দেখা গিয়েছে জাহ্নবীকে। যা পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ছবিতে সানির চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তুলসীর চরিত্রে জাহ্নবী কাপুর, অনন্যার চরিত্রে সানিয়া মালহোত্রা এবং বিক্রমের চরিত্রে রোহিত সরাফ।