কখনও যদি মিস্টার ইন্ডিয়া ২ আসে তাহলে কি তাতে অভিনয় করতে আগ্রহী শ্রীদেবী কন্যা? কী জানালেন জাহ্নবী? পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে উলাঝ ছবির প্রচারের ফাঁকে এই বিষয়ে কথা বললেন জাহ্নবী। জানালেন আদৌ এমন একটি আইকনিক ছবির সিক্যুয়েল আসা উচিত কিনা না সেটা নিয়েও। প্রসঙ্গত মিস্টার ইন্ডিয়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীদেবী এবং অনিল কাপুরকে।
কী জানালেন জাহ্নবী?
এদিন এই সাক্ষাৎকারে জাহ্নবী জানান, 'মিস্টার ইন্ডিয়া ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সেরা ছবি। আমি জানি না এরম একটা ছবিকে আবার তৈরি করা সম্ভব না তার সিক্যুয়েল আনা সম্ভব কিনা। আমি জানি না এই ছবি নিয়ে কী পরিকল্পনা চলছে। আমার মতে এই ছবির নির্মাতারাই ভালো বুঝবেন এটা নিয়ে। যেই পরিচালক হন তিনিই সেরাটা বুঝবেন।'
কিন্তু তিনি এই ছবিটি করবেন যদি হয় আর তাঁর বাবা চান? উত্তরে জাহ্নবী জানান, 'এরম হয়নি যে বাবা কিছু বলল আর তাতে আমি বলেছি যে না আমি করব না এই ছবিটি। আমি ওঁর বিচার বুদ্ধিকে বিশ্বাস করি। কিন্তু আমি ওঁর উপর কখনও জোর করিনি যে আমায় এই ছবিতে নাও বা কিছু। আমি আগে ওঁর মেয়ে। তারপর একজন অভিনেত্রী যিনি প্রযোজকের সঙ্গে কথা বলছি। আমি মেয়ে হিসেবে চাই ওঁর ব্যবসার জন্য যেটা সেরা সেটাই যেন করেন। আমি চাই উনি ওঁর মতো করেই কাজ করুন। তাই আমি কখনও বলিনি যে আমায় তোমার ছবিতে নাও।'
প্রসঙ্গত মিস্টার ইন্ডিয়া ২ প্রসঙ্গে বনি কাপুর জানিয়েছেন কাজ চলছে। বড় পর্দায় এই ছবিকে নিয়ে আসার কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'পাশে থাকবেন...' ঋতুপর্ণা-প্রসেনজিতের জুটির ৫০ তম ছবির ৫০ দিন প্রেক্ষাগৃহে, অযোগ্য নিয়ে কী লিখলেন বুম্বাদা?
জাহ্নবী কাপুরের আগামী কাজ
জাহ্নবীকে আগামীতে উলাঝ ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করেছেন সুহানা ভাটিয়া। জাহ্নবী কাপুর ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গুলশব দেভাইয়া, জিতেন্দ্র যোশী, রাজেন্দ্র গুপ্ত, আদিল হুসেন, প্রমুখ। আগামী ২ অগস্ট ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।