বাংলা নিউজ > বায়োস্কোপ > Janhvi Kapoor: ‘ইএমআই-এর টাকা মেটানোর জন্য সোশ্যাল মিডিয়া করি’, জাহ্নবীর কথা শুনে হতবাক অনেকে

Janhvi Kapoor: ‘ইএমআই-এর টাকা মেটানোর জন্য সোশ্যাল মিডিয়া করি’, জাহ্নবীর কথা শুনে হতবাক অনেকে

জাহ্নবী তাঁর সোশ্যাল মিডিয়ার উপস্থিতি নিয়ে কী বললেন?

Janhvi Kapoor: সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুরকে যেমন ভাবে দেখা যায় আর তিনি যেমন চরিত্রে অভিনয় করেন, তার সঙ্গে কিন্তু কোনও মিল নেই। এই বিষয়ে কী বললেন অভিনেত্রী?

জাহ্নবী কাপুরকে অন স্ক্রিন যেমন দেখায় সেটার সঙ্গে তাঁর অফ স্ক্রিন লুকের সঙ্গে একদম খাপ খায় না। তাঁকে ছবিতে সাধারণত ছোট শহরের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে, যে ভীষণ সহজ, সাধারণ। কিন্তু বাস্তবে অভিনেত্রী ঠিক তার উল্টো। তিনি বাস্তবে অনেক বেশি গ্ল্যামারাস।

সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন একটি ইন্টারভিউতে। সেখানে তিনি বলেন, ' তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল স্রেফ মজা করার জন্য এবং ইএমআই মেটানোর জন্য।'

জাহ্নবী কাপুর তাঁর অধিকাংশ ছবি, এমনকি তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির মিলিতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে থাকেন। অন্যদিকে তাঁর ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস ছবিতে ভরপুর। তিনি জানিয়েছেন যেহেতু ইনস্টাগ্রামে তিনি গ্ল্যামারাস ছবি পোস্ট করেন, দর্শকরা তাঁকে নিখুঁত, সুন্দর ভাবে সেখানে দেখেন তাই হয়তো তাঁরা ঠিক তার বিপরীত ভাবে অর্থাৎ সহজ, সাধারণ ভাবে তাঁকে ছবিতে দেখতে পছন্দ করেন।

জাহ্নবী কাপুর গালাত্তা প্লাসকে দেওয়া একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি মণীশ মালহোত্রার কোনও পোশাক পরে যেমন সকলকে চমকে দিতে পারেন, তেমনই তিনি কোনও ছবিতে সাধারণ কুর্তি পরেও দেখিয়ে দিতে পারেন। তিনি দর্শকদের বুঝিয়ে দিতে চান তিনি দুটোই পারেন। এটাই তাঁর, এটাই তাঁর ধরন বলে তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন ছবিতে তিনি তাঁর চরিত্রকে যতটা নিখুঁত, বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তোলেন। এবং পরের মুহূর্তে বুঝিয়ে দেন এটা তাঁর আসল রূপ নয়।

অভিনেত্রী জানান সোশ্যাল মিডিয়া তাঁর কাছে মজা, বিনোদনের একটি মাধ্যম। এবং একই সঙ্গে এটা তাঁকে বিল, ইএমআই মেটাতে সাহায্য করে। 'আমি মোটেই সোশ্যাল মিডিয়াকে সিরিয়াসলি নিই না' বলেই জানান অভিনেত্রী। একই সঙ্গে তিনি বলেন, 'ছবিতে যদি আমাকে ভালো লাগে তাহলে আমি আরও বেশি সংখ্যক ব্র্যান্ড পাব যা আমাকে আমার বিল এবং ইএমআই মেটাতে সাহায্য করবে।'

জাহ্নবী কাপুর অভিনীত ছবি মিলি গত শুক্রবার, ৪ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে। এটা একটি মালায়লাম ছবি হেলেনের রিমেক। কিন্তু বক্স অফিসে ছবিটি তেমন ভালো ব্যবসা করতে পারেনি। মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহান্তে ছবিটি ২ কোটি টাকারও ব্যবসা করতে পারেনি।

বন্ধ করুন