'পর্দায় কখনও কোনও চরিত্রের জন্য আমি ন্যাড়া কিংবা টাক মাথা হব না।' সম্প্রতি এক সাক্ষাৎকারে একথাই সাফ জানিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জাহ্নবী জানান, মা শ্রীদেবীর কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন?
জাহ্নবী জানিয়েছেন, সম্প্রতি ‘উলাজ’ ছবির জন্য পরিচালক সুধাংশু (সারিয়া) চেয়েছিলেন যে আমি আমার চুল ছোট করে কাটি, আর এটাই ওঁর সঙ্গে আমার সবথেকে বড় ঝগড়া ছিল। আমি কোনও কারণেই কখনও চুল কাটব না। আর এটা আমার প্রতিজ্ঞা' জাহ্নবীর কথায়, ‘চরিত্রের প্রয়োজনে কেউ আমার মাথায়, টাক ক্যাপ লাগাতে পারেন বা ভিএফএক্স ব্যবহার করতে পারেন। তবে চুল কাটতে নারাজ।’
আর এরপরই জাহ্নবীর স্মৃতিতে ডুবে বলেন, 'আমার খুব মনে আছে ধড়ক-এর সময় যখন আমি চুল কেটেছিলাম, আমার মা আমার উপর ভীষণ চিৎকার করেছিলেন। মা বলেছিলেন, তুমি কীভাবে পারলে? কখনও কোনও চরিত্রের জন্য কোনদিন চুল কাটবেন না। মা প্রতি সপ্তাহের তৃতীয় ও চতুর্থ দিন তিনি আমার চুলে তেল লাগেয়ে দিতেন এবং আমার মাথায় মালিশ করে দিতেন। তিনি আমার চুল নিয়ে খুব গর্বিত ছিলেন। তাই আমি কখনও আর চুল কাটব না।
আরও পড়ুন-সোনুর পাশে দাঁড়িয়ে ছোট্ট মেয়েটি, তিনিও এখন বলিউডের নামী গায়িকা, চিনতে পারছেন?
সম্প্রতি জাহ্নবী আইএমডিবি-র এক্সক্লুসিভ সেগমেন্ট 'আস্ক ইচ আদার এনিথিং টু টক এনিথিং'-এ হাজির হয়েছিলেন। সেখানেই তিনি ব্যক্তিগত জীবনে কী করবেন, আর কী করবেন না, সেটা নিয়ে কথা বলেছেন।
জাহ্নবী বলেন, ‘শ্য়ুটিং করতে গিয়ে আমার কাঁধের হাড় সরে গিয়েছে, হাড় ভেঙেছে, রক্তপাতও হয়েছে, সব আঘাত, নির্যাতন আমি সহ্য করে নিয়েছি, তবে চুল করে ন্যাড়া হওয়ার বিষয়ে আমি কখনওই রাজি হইনি।’
‘উলাজ’
শীঘ্রই ‘উলাজ’ ছবিতে জাহ্নবীকে ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার সুহানার ভূমিকায় দেখা যাবে। ছবিতে জাহ্নবী সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসাবে দেখা যাবে।এটা এমন একটা চরিত্র যার উপর লন্ডন দূতাবাসে একটা চ্যালেঞ্জিং মিশনকে দক্ষতার সঙ্গে সফল করার দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত অভিনেতা গুলশান দেবাইয়াও এই ছবিতে আন্ডারকভার এজেন্ট হিসাবে রয়েছেন।
ট্রেলারটি গোপন সত্য এবং বিশ্বাসঘাতকতার গোলকধাঁধায় ছবির বেশকিছু ঝলক উঠে এসেছে। সুধাংশু সারিয়া পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২ আগস্ট, শুক্রবার।