বলিউডের রিয়েল-এস্টেট লেনদেন সবসময়ই শিরোনামে থাকে। ২০২০ সালে ৩৯ কোটি টাকা দিয়ে জুহুতে একটি বিলাসবহুল ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি সেই ফ্ল্যাটটি বিক্রি করছেন অভিনেত্রী। কোটি কোটি টাকা লাভে বিক্রি করেছেন।
২০২০ সালের ৭ ডিসেম্বর জাহ্নবী কাপুর ট্রিপ্লেক্স ফ্ল্যাটটি কিনেছিলেন। এটি জুহুর আরায়া বিল্ডিংয়ের ১৪, ১৫ এবং ১৬ তলায় রয়েছে সেই ফ্ল্যাট। অ্যাপার্টমেন্টটি JVPD স্কিমের মধ্যে হাটকেশ সোসাইটিতে অবস্থিত। একতা কাপুর, অনিল কাপুর এবং অন্যান্য তারকাদেরও এই সোসাইটির কাছাকাছিতে ফ্ল্যাট রয়েছে।
আরও পড়ুন: Liger: প্রোমোশনে মুম্বইয়ের লোকাল ট্রেনে বিজয়-অনন্যা, ট্রেনেই শুয়ে পড়লেন অভিনেতা
জানা যাচ্ছে, রাজকুমার রাও ও স্ত্রী পত্রলেখা মিশ্র পলের কাছে এই ট্রিপ্লেক্স ফ্ল্যাটটি বিক্রি করেছেন বছর ২৫-এর অভিনেত্রী। তাঁরা জাহ্নবীর থেকে ৪৩.৮৭ কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনেছেন। ৪.৮৭ কোটি টাকা লাভে বিক্রি করছেন বলেই খবর।
রজকুমারর আগে থেকেই শহরতলির একটি চমত্কার বিশাল বাড়িতে থাকেন। এই নিয়ে রাজকুমারের পঞ্চম সম্পত্তি মুম্বইতে। রাজকুমার রাও এর আগের ফ্ল্যাটটি এশিয়ান পেইন্টসেও স্থান পেয়েছে। বিগত দু'বছরে একাধিক ছবিতে কাজ করেছেন রাজকুমার। পত্রলেখাও ওটিটি স্পেসে কাজ করছেন।
আরও পড়ুন: চেনেন উরফির বোনকে? সৌন্দর্যে দিদিকে টেক্কা দিতে পারে আসফি, দেখুন তাহলে..
SquareFeatIndia.com-এর রিপোর্ট বলছে, ৩৪৫৬ স্কোয়্যার ফিট জায়গা জুড়ে রাজকুমার-পত্রলেখার এই নতুন ফ্ল্যাট। নতুন মালিকরা অ্যাপার্টমেন্টে ছয়টি গাড়ি পার্ক করতে পারবেন।
রেজিস্ট্রেশন নথি অনুসারে জাহ্নবী এবং রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখার মধ্যে ৩১ মার্চ ২০২২ সালে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল। ২০২২-এর ২১ জুলাই চুক্তি নিবন্ধ করেন। বাড়ির রেজিস্ট্রেশনের জন্য নতুন মালিকেরা ২.১৯ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন।
রেজিস্ট্রেশন ডকুমেন্টে রাজকুমার এবং পত্রলেখার বর্তমান ঠিকানা আরায়ার একই বিল্ডিংয়ের ১১ তলা এবং ১২ তলা উল্লেখ করা হয়েছে। যদিও জাহ্নবীর ঠিকানা লোখান্ডওয়ালা কমপ্লেক্সের উল্লেখ রয়েছে।
গত কয়েক মাসে প্রচুর সেলিব্রিটি রিয়েল-এস্টেটে বিনিয়োগ করেছেন। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বান্দ্রার রেশম বিল্ডিংয়ে ১১৯ কোটি টাকা দিয়ে বিলসবহুল ফ্ল্যাট কিনেছেন মাস কয়েক আগে। শাহরুখ খান এবং সলমন খানের নতুন প্রতিবেশী হবেন রণবীর এবং দীপিকা। অমিতাভ বচ্চন, সানি লিওনি এবং আনন্দ এল রাই আন্ধেরির আটলান্টিস বিল্ডিংয়ে সম্পত্তি কিনেছেন।