নতুন ফটোশ্যুটে আগুন ঝরানো লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সোনালি পাড়ের সাদা শাড়িতে গ্ল্যামারাস ফটোশ্যুটের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীকে যেন অপ্সরার মতো দেখাচ্ছে একদম। জাহ্নবীর এই ছবিতে কমেন্ট করেছে চর্চিত প্রেমিক শিখর পাহারিয়া।
কোমর পর্যন্ত জলে ডুবে জাহ্নবী। শাড়িতে অপরূপা অভিনেত্রী। তাঁকে দেখে চোখ ফেরানো দায় নেটিজেনের। শাড়ির আঁচল এলিয়ে ফটোশ্যুটের জন্য একাধিক পোজ দিয়েছেন নায়িকা। খোলা চুল, অল্প মেকআপ এবং গলায় একটি নেকপিস পরেছেন। সেলিব্রিটি স্টাইলিস্ট মনীষা মেলওয়ানি এবং মেকআপ শিল্পী সাভলিন কৌর মানচন্দার ছোঁয়া রয়েছে বলিউড ডিভার এই লুকের পিছনে।
জাহ্নবীর ছবিতে মুগ্ধ নেটিজেনরা, ভালোবাসা উজাড় করেছেন। অভিনেত্রীর চর্চিত প্রেমিক শিখর পাহারিয়া হৃদয় ইমোটিকন দিয়েছেন পোস্টে। সানায়া কাপুর লিখেছেন, ‘ওয়াও...’, ওরহান আওয়াত্রামনি মন্তব্য করেছেন, ‘বাহ বাহ জাহ্নবী জি’। আরও পড়ুন: যশ রাজের স্টুডিওর বাইরে দাঁড়িয়ে, হিন্দি ছবির নায়ক হওয়ার প্রস্তাব রোহনের হাতে
ঘটিহাতা ডিপ ভি-নেক ব্লাউজের সঙ্গে আঁচল বড় রেখে শাড়িটি পরেছেন জাহ্নবী। এই ফটোশ্যুটে নেটমাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে নায়িকা। শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় থাকেন জাহ্নবী কাপুর। ২০১৮ সাবে ‘ধড়ক’ ছবি দিয়ে পা রেখেছিলেন বলিউডে। এরপর এখন পর্যন্ত ৬ টি সিনেমা করেছেন। সদ্য অনন্ত এবং রাধিক আম্বানির বাগদান পার্টিতে যোগ দিয়েছিলেন জাহ্নবী কাপুর। চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
জাহ্নবীর প্রেমের ইতিহাস কিন্তু বেশ লম্বা। প্রথম ছবির কোস্টার ইশান খট্টরের সঙ্গে প্রেম করেছিলেন বছরখানেক। মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গে প্রেম ছিল সিনেমায় আসার আগে। ছোটবেলা থেকেই চিনতেন একে-অপরকে। ডিয়ার জিন্দেগির প্রিমিয়ারে অক্ষতের সঙ্গে এসেছিলেন, শ্রীদেবীর মৃত্যুর পরও জাহ্নবীর পাশেপাশে ছিলেন অক্ষত। তবে বলিউডে পা রাখার পরই এই সম্পর্ক ফিকে হতে শুরু করে।
কফি উইথ করণের সদ্য শেষ সিজনেই করণ জোহর আভাস দিয়েছিলেন ‘দুই ভাই’-এর সঙ্গে প্রেম করেছেন সারা আর জাহ্নবী। তখন থেকেই ছড়িয়ে পড়ে পাহারিয়া ব্রাদার্স বীর আর শিখর পাহারিয়ায়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সারা ও জাহ্নবী। এই ঘটনার পর মুম্বইয়ে একসঙ্গে কফির আড্ডায় ধরা দিয়েছিলেন জাহ্নবী-শিখর। এরপর আবার দিল্লির এই অনুষ্ঠানে একফ্রেমে ধরা দেন তাঁরা। সূত্রের খবর, কিছু দিন আগে শিখর পাহারিয়ার সঙ্গেই মলদ্বীপে গিয়েছিলেন জাহ্নবী।