বাংলা নিউজ > বায়োস্কোপ > লিখল ‘লাভ ইউ পাপা’, এদিকে দিল এরকম ভিডিয়ো, বনির জন্মদিনে এটা কী করল জাহ্নবী!

লিখল ‘লাভ ইউ পাপা’, এদিকে দিল এরকম ভিডিয়ো, বনির জন্মদিনে এটা কী করল জাহ্নবী!

বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জাহ্নবী।

বাবা বনিকে শুভেচ্ছা জানাতে একটা হাসির রিল শেয়ার করলেন জাহ্নবী কাপুর। দেখে নিন আপনিও। 

বাবার জন্মদিন বলে কথা! মেয়ে জাহ্নবীর কাছ থেকে বিশেষভাবে শুভেচ্ছাবার্তা আসবে না তা কখনও হয় নাকি। তবে শুভেচ্ছা জানানোটা কিন্তু বেশ মজাদার ছিল। মানে মনে রেখে দেওয়ার মতো। বাবার জন্য শ্রীদেবী-কন্যা শেয়ার করে নিলেন একটা মজার রিল।

বাবার মুখের উপর একটা ফিল্টার বসিয়েছেন জাহ্নবী। যেখানে লেখা আছে, ‘তুমি কীসে নাচবে?’ এরপর ফিল্টারে একাধিক তারকার নাম ও তাঁদের গান উঠতে থাকে। বনির জন্য ফিল্টার বেছে নেয় ড্রেককে।

এই রিল শেয়ার করে জাহ্নবী লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে টু দ্য কিউটেস্ট পাপা ইন দ্য হোল ওয়ার্ল্ড। তুমি ভাবতেও পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার দেখা অন্যতম শক্ত মানুষ তুমি। আর আমি খুব লাকি যে তোমাকে বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি। লাভ ইউ পাপা।’

সম্প্রতি, জাহ্নবী প্রথমবার কাজ করেছেন বাবা বনি কাপুরের সঙ্গে মিলি-তে। সদ্য মুক্তি পাওয়া এই ছবিখানা খুব প্রশংসা পেয়েছে সকলের থেকে। থ্রিলারের পরিচালনায় জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার। মালয়ালম ছবি 'হেলেন'-এর রিমেক ‘মিলি’। জাহ্নবী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনোজ পাহওয়া এবং সানি কৌশল।

১৯৯৬ সালে বিয়ে করেন শ্রীদেবী আর বনি। তাঁদের বড় মেয়ে জাহ্নবী আর ছোটমেয়ে খুশি। দুজনেই এন্ট্রি নিয়ে ফেলেছেন বলিউডে। জাহ্নবীর প্রথম কাজ ধড়ক। জাহ্নবীকে স্ক্রিনে দেখা যাবে ২০২৩ সালে। নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য অর্চিস’ দিয়ে ডেবিউ করছেন তিনি, সঙ্গে রয়েছে শাহরুখ-কন্যা সুহানা আর অমিতাভের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মা শ্রীদেবীকে নিয়ে কথা বলেন অভিনেত্রী। জাহ্নবীকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না কেউ আমার মায়ের স্টারডমের ধারেকাছেও আসতে পারে। ও যখন শ্যুট করছিল, যখন কেরিয়ারের পিকে ছিল, তখন আমি সঙ্গে ছিলাম না। ওঁ যখন সিনেমা থেকে ব্রেক নিয়েছে তখন আমার জন্ম। তবে অবশ্যই আমি তার একটা ধারণা তৈরি করতে পেরেছি। এখনও মানুষ ওঁর ব্যাপারে কথা বলেন আবেগের সঙ্গে, ওঁর সিনেমার নাম নিতে গিয়ে তাঁদের গলায় উৎসাহ ঝরে পড়ে, সেটে ওঁ যেরকম মানুষ ছিলেন, তাঁর অবদান… আমি মনে করি এটা বিরল এবং দু'বার ঘটবে না। যা একবারই হওয়া সম্ভব।’

 

বন্ধ করুন