শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেম নিয়ে অকপট জাহ্নবী কাপুর। মিস্টার এবং মিসেস মাহি তারকা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ে অংশ নিয়েছিলেন শিখরকে সঙ্গে নিয়েই। আর এবার ইউরোপ ভ্রমণের সেই ছবি পোস্ট করলেন তিনি সোশ্যালে। এটিকে ‘সেরা সপ্তাহান্ত’ বলে উল্লেখ করতেও ভুললেন না!
জাহ্নবীর শেয়ার করা বেশিরভাগ ফোটোই আম্বানিদের প্রি ওয়েডিং পার্টির। এর মধ্যে দুটি ফোটোতে শ্রীদেবী কন্যার হাত ধরে থাকতে গেল শিখরকে। আনন্দে ডগমগ যে দুজন, তা বলে দিচ্ছে শরীরী ভাষা, মুখের হাসি। পোস্টের মাঝে মিস্টার অ্যান্ড মিসেস মাহির ঝলকও রাখলেন। যেখানে লেখা ছবিখানা ৪ দিনে ১৯.৩৩ কোটির ব্যবসা করেছে। আরেকটি হলে তোলা একটা ছোট্ট ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, দর্শকরা প্রবল আবেগের সঙ্গে পর্দায় দেখছেন জাহ্নবী-রাজকুমারকে। ছবিগুলির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সেরা সপ্তাহান্ত ছিল ❤️ ভালোবাসা এবং স্মৃতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: মা হারানোর কষ্ট! মায়ের ছবি হাতে, বাবাকে পাশে নিয়ে জয় উদযাপন সায়নীর, কী লিখলেন
জামনগরে হওয়া প্রথম প্রি ওয়েডিং পার্টির একাধিক ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি আম্বানিদের। তবে দ্বিতীয় প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে দেখা গেল, অনেকটাই ঠান্ডা চারদিক। পিট বুল পারফর্ম করেছেন এবারে। শোনা যায়, ছিলেন কেটি পেরি এবং ব্যাকস্ট্রিট বয়েজও। তবে সেসব ঝলক এখনও সামনে আসা বাকি।
আরও পড়ুন: বাংলায় মমতা-অভিষেকের জয়জয়কার! তৃণমূলের জয়ে সবুজ হৃদয়ে সৌমিতৃষা, খুশি মিঠাই-রানি
গায়ক গুরু রনধাওয়া অবশ্য আমেরিকান র্যাপার পিটবুলের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন, একসঙ্গে পারফর্ম করার পরে। ছবিটি শেয়ার করে গুরু লিখেছেন, ‘আমি আর আমার স্যার পিটবুল। তার সঙ্গে স্টেজ শেয়ার করেছি। স্যার আপনার সাথে দেখা করে সর্বদা আনন্দিত।’
আরও পড়ুন: বলেছিলেন মোদীকে ভোট নয়! ফল ঘোষণার পর রাহুলকে ‘বাজিগর’ তকমা পরম ঘরণীর, কী লিখলেন পিয়া?
পোলো খেলোয়াড় শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর সম্পর্কের বয়স বছর দুই। করোনা লকডাউনের সময় থেকে তাঁরা একে-অপরের কাছাকাছি আসেন বলে শোনা যায়। চলতি সিজনে গিয়েই প্রেমিকের নাম মুখ ফসকে বলে ফেলছিলেন ‘শিখু’। মাঝে এই শিখু নামের পেনডেন্টও দেখা গিয়েছিল তাঁর গলাতে।
এমনকী, জাহ্নবীকে বলতে শোনা যায়, শ্রীদেবী চলে যাওয়ার পর, শিখরই তাঁকে সামলেছেন। নির্ভরশীল হয়ে পড়েছেন ভালোবাসার এই মানুষটার উপরে। কপিল শর্মার শো-তে একটু লাজুকভাবেই জাহ্নবীকে জবাব দিতে শোনা গিয়েছিল, ‘আমি যে ‘শিখর’-এ রয়েছি, সেখানেই খুব খুশি আছি’।