বাংলা নিউজ > বায়োস্কোপ > বনির জন্য আমিষ ছেড়েছিলেন শ্রীদেবী, মা-বাবাকে নিয়ে যে গোপন কথা জানালেন জাহ্নবী

বনির জন্য আমিষ ছেড়েছিলেন শ্রীদেবী, মা-বাবাকে নিয়ে যে গোপন কথা জানালেন জাহ্নবী

বনির জন্য আমিষ ছেড়েছিলেন শ্রীদেবী, জানালেন জাহ্নবী। 

বনির সিগারেট খাওয়া ছাড়াতে শ্রীদেবী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আমিষ ছেড়ে দেবেন। ডাক্তারদের কোনও বারণও তিনি কানে তোলেননি। 

২০১৮ সালে না ফেরার দেশে চলে গিয়েছেন শ্রীদেবী। তবে কিংবদন্তী অভিনেত্রীকে নিয়ে চর্চা কখনোই থামেনি। বলিউডের সেনসেশন ছিলেন তিনি, যেমন ভালো অভিনয় করতেন তেমনই নাচ। শ্রীদেবীর কথা মাঝেমাঝেই উঠে আসে মেয়ে জাহ্নবী কাপুরের মুখে। এই এবার যেমন জানালেন বনি কাপুরের জন্য নাকি আমিষ খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। 

১৯৯৬ সালে বিয়ে করেন শ্রীদেবী আর জাহ্নবী। তাঁদের বড় মেয়ে জাহ্নবী আর ছোটমেয়ে খুশি। দুজনেই এন্ট্রি নিয়ে ফেলেছেন বলিউডে। কথা প্রসঙ্গে ‘ধড়ক’ অভিনেত্রী জানান, মাঝে খুব সিগারেট খাওয়া শুরু করেছিলেন বনি। আর তাঁকে থামাতে হন্যে হতে হয়েছিল শ্রীদেবী থেকে শুরু করে জাহ্নবী আর খুশিকেও। 

পিঙ্কভিলাকে সম্প্রতি জাহ্নবী জানান, ‘তখন আমরা জুহুর বাড়িতে থাকতাম। পাপা তখন খুব ধূমপান করত। আমার মনে হয় ওই সময় নো এন্ট্রি, ওয়ানটেডের কাজ চলছিল। আমি আর খুশি তো নতুন নতুন উপায় বের করতাম সিগারেট নষ্ট করার জন্য। সিগারেটে টুথ পেস্ট লাগিয়ে দিতাম, ছিঁড়ে দিতাম, কাঁচি দিয়ে কেটে দিতাম। কিছুই কাজ করেনি সেভাবে। মাও এই নিয়ে ঝগড়া করত খুব।’

এরপর জাহ্নবী জানান বরকে না থামাতে পেরে নতুন উপায় বের করেন শ্রীদেবী। জানান, ‘মা ঠিক করল আমিষ খাওয়া ছেড়ে দেবে যদি না বাবা সিগারেট খাওয়া বন্ধ করে। আর ডাক্তাররা বলত, না আপনাকে আমিষ খেতেই হবে নাহলে দুর্বল হয়ে পড়বেন। আর মা তো নাছোড়বান্দা। পাপাও অনেক অনুরোধ করেছিল, কোনও কাজ হয়নি। তারপর এই ক'বছর আগে পাপা হঠাৎ বলল, ও আমাকে থামাতে চেয়েছিল। তখন আমি কথা শুনিনি। আমি এখন এটা করতে চাই।’

জাহ্নবীকে এরপর দেখা যাবে মিলি-তে। এই ছবিতে রয়েছেন মনোজ পাওয়া আর সানি কৌশল। অন্য দিকে, খুশি ডেবিউ করছেন জোয়া আখতারের ‘দ্য অর্চিস’

বন্ধ করুন