জাহ্নবী কাপুর বর্তমানে তাঁর পরবর্তী ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-এর প্রচারে ব্যস্ত। এরই মাঝে তিনি দোস্তানা ২ নিয়ে কথা বললেন। জানান, ‘দোস্তানা ২’-এর চলমান শুটিং মাঝপথে কেন বন্ধ হয়ে যায়! করণ জোহর এবং কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়েও কথা বলেছেন শ্রীদেবী-কন্যা। প্রসঙ্গত, 'দোস্তানা ২'-তে প্রধান চরিত্রে ছিলেন কার্তিক আরিয়ান, লক্ষ লালওয়ানি এবং জাহ্নবী।
দোস্তানা ২ নিয়ে মুখ খুললেন জাহ্নবী:
জাহ্নবীকে এক সাক্ষাৎকারে এই নিয়ে বলতে শোনা যায়, ‘আমিও জানি না কী হয়েছিল। আমার মনে হয় আমরা ৩০-৩৫ ধরে শ্যুট করেছিলাম। আমার তো মনে হয় শুটিং ভালোই চলছে। আমি জানি না কেন সেই ছবিটি আটকে গেল। আমি সত্যিই জানি না। কোভিডের অনেক আগে ছবিটির শুটিং শুরু করেছিলাম, সত্যইি জানি না কী হয়েছিল।’
এরপর জাহ্নবীকে যখন প্রশ্ন করা হয় যে, সেটে করণ জোহর এবং কার্তিক আরিয়ানের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল না? এ বিষয়ে জাহ্নবী কাপুর বলেন, ‘আমার মনে হয় না এরকম কিছু আছে। আমি মনে করি তাদের দুজনের জন্যই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের মধ্যে কী হয়েছে আর কী হয়নি, আমি মনে করি আপনার তাঁদেরই জিজ্ঞাসা করা উচিত’।
করণ-কার্তিকের ঝামেলা:
জাহ্নবীর কথা থেকে এটা স্পষ্ট যে কার্তিক এবং করণের মধ্যে অবশ্যই কিছু ফাটল ধরেছিল। ‘দোস্তানা ২’-এর শুটিং বন্ধ হওয়ার পর অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, করণ জোহর কার্তিককে তার অপেশাদারী আচরণের কারণে ছবিটি থেকে সরিয়ে দিয়েছেন। কারও দাবি অনেক টাকা দাবি করছিলেন কার্তিক হঠাৎ করে। তবে সত্যটা কী তা এখনও কেউ জানে না। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি কোনও পক্ষ থেকেই।
তবে করণ আর কার্তিকের মান-অভিমানের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায় অভিনেতার জন্মদিনে। ২০২৩-এর নভেম্বরে একটি পোস্ট শেয়ার করেন করণ জোহর ইনস্টাগ্রামে। জানানো হয় কার্তিক আরিয়ানকে নিয়ে একটি সিনেমা আসছে। যার প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস। পরিচালনা করবেন সন্দীপ মোদী। ২০২৫ সালের ১৫ অগস্ট মুক্তি পাবে সেই সিনেমা।
সেই পোস্টে লেখা ছিল, ‘ছবির ঘোষণা করে করণ ক্যাপশনে লিখলেন, ‘বিশেষ দিন কিছু বিশেষ খবর নিয়ে দিয়ে শুরু করছি!! অসাধারণ প্রতিভাবান @sandeipm (সন্দীপ মোদী) দ্বারা পরিচালিত একটি সিনেমা আসছে। যা যৌথভাবে প্রযোজনা করবে @dharmamovies (ধর্মা মুভি) এবং @balajimotionpictures (বালাজি পিকচারস) একসঙ্গে। ঘোষণা করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত। ২০২৫ সালের ১৫ অগস্ট সিনেমা হলে আসতে চলা এই সিনেমার জন্য আমরা মুখ্য চরিত্রে নিয়েছি সর্বোচ্চ প্রতিভাবান @kartikaaryan (কার্তিক আরিয়ান)-কে। এই ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের এই একসঙ্গে পথচলা যেন আরও শক্তিশালী হয় এবং বড় পর্দায় জাদু তৈরি করা বন্ধ না করে কখনও।’