সকলেই জানেন অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং সোশ্যাল মিডিয়া তারকা ওরির বন্ধুত্বের কথা। তবে এদিন বন্ধুকে তাঁর উদ্ভট সাজে দেখে হাসি থামাতে পারলেন না জাহ্নবী বা তাঁর প্রিয় মানুষ শিখর পাহাড়িয়া কেউই। কিন্তু কী ঘটেছে ঠিক?
আরও পড়ুন : 'ভালো চেষ্টা, আর চেষ্টা করবেন না', অঙ্কুশের গান শুনে কানে তালা নেটপাড়ার! মজা করে নিজেই কী লিখলেন অভিনেতা?
কী ঘটিয়েছেন ওরি?
এই বছরের হ্যালোউইন প্রায় এসেই গেল। অনেক জায়গাতেই ইতিমধ্যেই হ্যালোউইন পার্টি শুরুও হয়ে গিয়েছে। তারকারা বিভিন্ন সাজে সেসব পার্টিতে হাজির হচ্ছেন। আর তেমনি একটি পার্টিতে ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি গরুর পোশাকে সটান গিয়ে হাজির হন। আর তেমনি একটি ভিডিয়ো এদিন তাঁর এক ফ্যান পেজের তরফে প্রকাশ্যে আনা হয়েছে।
আরও পড়ুন : কাঞ্চনের মায়ের গায়ে আগুন লাগায় বন্ধ হয়ে মল্লিক বাড়ির কালীপুজো, কার কথায় ফের শুরু হয় শক্তির আরাধনা?
একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ওরি যখন গরুর পোশাক পরে সিঁড়ি দিয়ে নামছেন তখন আশেপাশের বাড়ির কুকুরগুলো তাঁকে দেখা তারস্বরে চেঁচাচ্ছে। এমন উদ্ভট পোশাক দেখে তারা যে বেজায় ভয় পেয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এমনকি বন্ধুর এই সাজ দেখে মোটেও হাসি থামাতে পারেননি জাহ্নবী কাপুর বা তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া কেউই। সেখানেই এই দুই বন্ধুর খুনসুটি দেখে ভারী মজা পেয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত জাহ্নবী কাপুরের জন্য ২০২৪ সালটা যে বেশ ভালো কাটল বলার অপেক্ষা রাখে না। তাঁর একাধিক ছবি এই বছর মুক্তি পেয়েছে। এর মধ্যে আছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাও। এছাড়াও তাঁকে দেবারা পার্ট ১ ছবিতে দেখা গিয়েছে। সঙ্গে তাঁর বিপরীতে ছিলেন জুনিয়র এনটিআর। এছাড়াও সইফ আলি খানকে সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।