ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। একথা এখন বলিপাড়ার প্রায় সকলেই জানেন। বলিউডের বিভিন্ন পার্টিতে যোগ দেওয়া থেকে গলায় প্রেমিকের নামের লকেট ঝোলানো, জাহ্নবীর জীবনে সর্বত্রই এখন শিখরের ছোঁয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা নিজেই জানিয়েছেন বনি কাপুর। জাহ্নবীও এক সাক্ষাৎকারে শিখরের সঙ্গে প্রেমকে পরিণতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন।
পিঙ্কভিলার মাস্টারক্লাসে জাহ্নবী কবে বিয়ে করছেন, সেবিষয়েও প্রশ্ন করা হয়। জাহ্নবী কাপুর বলেন, ‘আমি এখন আমার জীবনে খুব খুশি। আমার বা ওর এই মুহূর্তে সময় গোনারও সময় নেই।’ এক অনুরাগী তখন মজা করে জাহ্নবীকে বলেন, তাঁর এবং শিখরের নামের হ্যাশট্যাগ হওয়া উচিত ‘জ্যাসি’। জাহ্নবী তখন তৎক্ষণাৎ বলেন, ‘আরে নাহ, আমি এসব পছন্দ করি না।’ ফের জাহ্নবী মজা করে বলেন, আমাদের হ্যাশট্যাগ হওয়া উচিত 'জানওয়ার'।
জাহ্নবীকে প্রশ্ন করা হয়, তিনি কীভাবে এত 'ডাউন টু আর্থ' হলেন? বনি- শ্রীদেবী কন্যা সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘বাবা-মা আমায় ডাউন টু আর্থ হতেই শিখিয়েছেন।’ জাহ্নবীকে তাঁর বন্ধু ওরহান অওত্রামানি ওরফে ওরি-কে নিয়েও প্রশ্ন করা হয়, উত্তরে শ্রীদেবী কন্যা বলেন, ‘ও তো সবার পিছনেই ঘুরঘুর করে। আমি এখন ওর বিষয়টা বুঝে গিয়েছি। ওর কোনও বিষয়ই সিরিয়াসলি নেবেন না, ও শুধুই মজা করে। জীবনকে উপভোগ করে। আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত।’
শিখর পাহাড়িয়ার সঙ্গে ছোটবেলার প্রেম, তবে মাঝে তাঁদের সেই সম্পর্কেও ব্রেকআপ হয়ে গিয়েছিল। সম্প্রতি তাই প্রেমে আঘাত পাওয়ার বিষয়েও কথা বলেছেন জাহ্নবী কাপুর। বলেন, আমার শুধুমাত্র একবারই হার্টব্রেক হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত, সেই ব্যক্তিই জীবনে ফিরে এসেছেন এবং আমার হৃদয়ের ক্ষত মুছতে সাহায্য করেছে। সুতরাং, সব মিলিয়ে শেষটা ভালোই হয়েছে।'
এদিকে কাজের ক্ষেত্রেও এই মুহূর্তে সময়টা মন্দ কাটছে না জাহ্নবী কাপুরের। সম্প্রতি রাজকুমার রাও-এর 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে দেখা গিয়েছে জাহ্নবী কাপুর। জাহ্নবীকে খুব শীঘ্রই সুধাংশু সারিয়া পরিচালিত ‘উলাঝ’ ছবিতে দেখা যাবে, যেখানে জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, রোশন ম্যাথিউ, আদিল হুসেন, রাজেন্দ্র গুপ্ত, রাজেশ তাইলাং, মেইয়াং চ্যাং এবং জিতেন্দ্র জোশী। ছবিটি ২০২৪-এর ২ অগস্ট মুক্তি পাবে।