বাংলা নিউজ > বায়োস্কোপ > Janhvi-Shikhar: প্রাক্তন প্রেমিকের সঙ্গে কী করছেন জাহ্নবী? দিল্লির অনুষ্ঠানে ধরা দিলেন এক ফ্রেমে

Janhvi-Shikhar: প্রাক্তন প্রেমিকের সঙ্গে কী করছেন জাহ্নবী? দিল্লির অনুষ্ঠানে ধরা দিলেন এক ফ্রেমে

প্রাক্তন প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে জাহ্নবী কাপুর।

Janhvi-Shikhar: প্রাক্তন প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে সঙ্গে জাহ্নবীর সম্পর্ক জোড়া লাগার চর্চা তুঙ্গে। বার বারই একফ্রেমে ধরা দিচ্ছেন তাঁরা। নেটিজেনের প্রশ্ন, তাহলে কি আবার সম্পর্কে জড়িয়েছেন তাঁরা?

প্রাক্তন প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শনিবার দিল্লির এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন দুজনে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। প্রাক্তন প্রেমিকের সঙ্গে অনুষ্ঠানে বেশ হাসিমুখে দেখা গিয়েছে জাহ্নবীকে। এখানে অভিনেত্রীর ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার একে অপরকে ডেট করছেন তাঁরা?

নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে বেইজ রঙের স্ট্যাপলেস শর্ট ড্রেসের সঙ্গে গায়ে ওভারকোট জড়িয়ে দেখা মিলেছে জাহ্নবীর। খোলা চুলে লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন বলিউড ডিভা। শিখর একটি ঝলমলে জ্যাকেট পরেছিলেন। তাঁদের দুজনকেই ক্লিপে কোনও এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ইরানে হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন, গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ

ভিডিয়োর মন্তব্য বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘তাহলে ওরি কে?’, আরেকজন লিখেছেন, ‘ভাই আমার মন ভেঙে গিয়েছে।’

শনিবার কালো বডি হাগিং গাউনে গ্ল্যামারাস ছবি ইনস্টাগ্রামে পোস্টে করেছেন জাহ্নবী। গ্রাজিয়া ইয়াং ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২-এ এই পোশাকে দেখা মিলেছে নায়িকার। বরুণ ধাওয়ান, শানায়া কাপুর, আবদু রোজিক এবং শিখর পাহাড়িয়াও আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে।

উল্লেখ্য, কিছু দিন আগে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সেই ছবি ইনস্টাগ্রামে পরপর শেয়ার করেছেন নায়িকা। কিন্তু প্রশ্ন হল কার সঙ্গে জাহ্নবীর এই রোম্যান্টিক ভ্যাকেশন? নেটিজেনদের একটা বড় অংশের ধারণা প্রাক্তন প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটিয়েছেন জাহ্নবী।

আসলে জ্যোৎস্নার আলোয় স্নান করা সমুদ্রের সামনে থেকে বেশকিছু ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। ঠিক একই লোকেশনের সেই সময় ছবি শেয়ার করেছেন শিখর পাহারিয়া। নেটিজেনদের নজরে আসে মলদ্বীপের নীল সমুদ্রের একটি ছবি শিখরের ইনস্টাগ্রাম স্টোরিতে ঝলমল করছে। দুয়ে দুয়ে চার করে নিতে বিশেষ সমস্যা হয়নি তাঁদের।

কফি উইথ করণের সদ্য শেষ হওয়া সিজনেই করণ জোহর আভাস দিয়েছিলেন ‘দুই ভাই’-এর সঙ্গে প্রেম করেছেন সারা আর জাহ্নবী। তখন থেকেই ছড়িয়ে পড়ে পাহারিয়া ব্রাদার্স বীর আর শিখর পাহারিয়ায়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সারা ও জাহ্নবী। এই ঘটনার পর মুম্বইয়ে একসঙ্গে কফির আড্ডায় ধরা দিয়েছিলেন জাহ্নবী-শিখর। এরপর আবার দিল্লির এই অনুষ্ঠানে একফ্রেমে ধরা দেন তাঁরা।

বন্ধ করুন