কালার্স চ্যানেলে রণবীর সিং নিয়ে এসেছেন তাঁর গেম শো ‘দ্য বিগ পিকচার'। এই কুইজ শো-এর সঙ্গে সঞ্চালক রণবীর সিংয়ের সফর শুরু হল টেলিভিশনে। সপ্তাহের প্রতি শনিবার ও রবিবার কালার্স চ্যানেলে দেখা 'দ্য বিগ পিকচার্স'। আর কে না জানে পর্দা হোক কিংবা তার বাইরে, রণবীর মানেই হরেকরকম আবেগের সমাহার। সম্প্রতি, শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সারা আলি খান এবং জাহ্নবী কাপুর। আর গেম শো-এর মঞ্চেই জাহ্নবীকে বেলি ডান্সের ব্যাপারে জিজ্ঞেস করে বসলেন 'সিম্বা'।
জানিয়ে রাখা ভালো, গত বছর লকডাউনের সময় বেলি ডান্স শিখে তাতে রীতিমতো পারদর্শী হয়ে উঠেছেন 'রুহি' ছবির নায়িকা। আর তাঁর বেলি ডান্সের সেইসব ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় উঠেছে তুফান। কালার্স চ্যানেলের তরফে চ্যানেলের তরফে শো-এর এই এপিসোডের একটি নতুন প্রোমো মুক্তি পেয়েছে।
যেখানে দেখা যাচ্ছে 'বাজিরাও'-এর সঙ্গে সেই কথা প্রসঙ্গে জাহ্নবী জানান যে লকডাউনের সময়ে তাঁর বিশেষ কিছু তেমন করার ছিল না। তাই বাড়িতে বসেই এই নাচ শিখে ফেলেছিলেন তিনি। এরপর রণবীরের আবদারে শো-এর মঞ্চেই তাঁকে বেলি ডান্স শেখাতেও সানন্দে রাজি হয়ে যান 'শ্রীদেবী-কন্যা। তাঁদের সঙ্গে সেই নাচে অংশগ্ৰহণ করতে দেখা যায় সারা-কেও।