
মাত্র ৩০ বছরেই ‘আত্মহত্যা' জাপানি অভিনেতা হারুমা মিউরার
১ মিনিটে পড়ুন . Updated: 18 Jul 2020, 05:46 PM IST- শনিবার টোকিওয় নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে হারুমার দেহ। সূত্রের খবর মিলেছে সুইসাইড নোটও।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর এখনও মেনে নিতে পারছে না গোটা দেশ। এরমাঝেই আরও এক প্রতিভাবান অভিনেতার মৃত্যুর খবর এল জাপান থেকে। জাপান টাইমস সূত্রে খবর, শনিবার মাত্র ৩০ বছর বয়সেই অকালে চলে গেলেন হারুমা মিউরা। এদিন স্থানীয় সময় দুপুর একটা নাগাদ টোকিওয় নিজের বাসভবন থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মিউরাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন এই জাপানি তারকা। তাঁর বাড়ি থেকে নাকি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
ব্লাডি মনডে, লাস্ট সিন্ডেরেলা, গোকুসেন-এর মতো একাধিক হিট টিভি সিরিজের মুখ হারুমা। খুব অল্প বয়সেই অভিনয় জীবনের শুরু মিউরার। মাত্র ৭ বছর বয়সে 'আগরি' ড্রামায় দেখা গিয়েছিল তাঁকে। এরপর কোইজোরা (২০০৭) , কিমি নি তোদকে (২০১০)-র মতো হিট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৫ সালে ফাইটার পাইলটের বাস্তব কাহিনি নির্ভর ছবি ‘দ্য ইটারনাল জিরো’তে অভিনয় করে পুরস্কার পান তিনি।
জাপানি থিয়েটার জগতের সঙ্গেও যুক্ত ছিলেন মিউরা। সোশ্যাল মিডিয়ায় দুদিন আগেই শেষ পোস্টটি করেন মিউরা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা।