Hindustan Times
Bangla

জাপানি মহিলাদের মতো ত্বক চান, মেনে চলুন এই টিপসগুলি

উজ্জ্বল এবং সুন্দর ত্বকের কারণে সুপরিচিত জাপানি মহিলারা। ত্বক সুন্দর এবং টানটান রাখতে তাঁরা ঘরোয়া টোটকা ব্যবহার করেন।

সৌন্দর্য ধরে রাখতে জাপানি নারীরা কী কী ঘরোয়া টোটকার ব্যবহার করেন, চলুন একনজরে দেখে নেওয়া যাক

উজ্জ্বল এবং কোমল ত্বকের জন্য জাপানি মহিলারা স্টিম বাথ নেন

জাপানিরা বেশিরভাগ সময় গ্রিন টি পান করেন। উজ্জ্বল ত্বকের জন্য মহিলারা গ্রিন টি ফেসপ্যাক লাগান।

ত্বক যত্নের রুটিনের মধ্যে তাঁরা সাদা ভাত খান।

একটি প্যানে চাল এবং জল দিয়ে চালটা সিদ্ধ করে নিন। সম্পূর্ণ সিদ্ধ হলে ঘন পেস্ট করে রাইস ক্রিম বানিয়ে নিন।

ওই চালের সঙ্গে গোলাপ জল যোগ চামচের সঙ্গে ফেটিয়ে ভালো করে পেস্ট করে নিন। 

একটি পাত্রে পেস্টটি চালুনির সঙ্গে ছেকে নিন, দুই চামচ দুধ এবং এক চমক অলিভ অয়েল মিশিয়ে নিন।

ওই মিশ্রণের সঙ্গে ১ চা চামচ নারকেল তেল মেশান। এটি ত্বকে লাগালেই জেল্লা বাড়বে।

জাপানি নারীরা এই ক্রিমটি উজ্জ্বল ত্বক এবং দীপ্তিময় আভার জন্য় ব্যবহার করেন। এটি ত্বকের বলিরেখা দূর করে, ত্বকে নরম এবং উজ্জ্বল করে।