বাংলা নিউজ > বায়োস্কোপ > Jasmine Roy: শোলাঙ্কির দিন শেষ! ‘গাঁটছড়া’য় এন্ট্রি দারুণ সুন্দরী নায়িকার,এবার ত্রিকোণ প্রেম?

Jasmine Roy: শোলাঙ্কির দিন শেষ! ‘গাঁটছড়া’য় এন্ট্রি দারুণ সুন্দরী নায়িকার,এবার ত্রিকোণ প্রেম?

গাঁটছড়ায় আসছেন জেসমিন রায়

Gaatchora Update: গাঁটছড়ায় এবার এন্ট্রি নিচ্ছেন নতুন নায়িকা। ঋদ্ধি-খড়ির মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখা যাবে এই সুন্দরীকে? 

বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী নায়িকা হিসাবে গণ্য করা হয় তাঁকে। পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও হামেশাই চর্চায় থাকেন অভিনেত্রী। ভাঙা প্রেম থেকে নতুন সম্পর্কে জড়ানো-এর জেরে গত কয়েকমাসে কম চর্চায় হয়নি এই সুন্দরীকে ঘিরে। এবার খড়ি-ঋদ্ধির জীবনে নতুন ঝড় আনতে ‘গাঁটছড়া’য় এন্ট্রি নিচ্ছেন জেসমিন রায়। হ্যাঁ, ‘আমার সোনা চাঁদের কণা’র নায়িকাকে এবার দেখা যাবে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ‘গাঁটছড়া’য়। ইতিমধ্যেই গাঁটছড়ার শ্যুটিং শুরু করে দিয়েছেন জ্যাসমিন রায়।

বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী নায়িকা জ্য়াসমিন। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘আরব্য রজনী’র মতো মেগায় লিড রোলে দেখা গিয়েছে তাঁকে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ‘গাঁটছড়া’র অবস্থান বেশ নিম্নমুখী। একটা সময় তো আশঙ্কা করা হচ্ছিল ‘বাংলা মিডিয়াম’-এর জেরে এই সিরিয়াল বন্ধ না করে দেয় স্টার জলসা কর্তৃপক্ষ। যদিও সকলকে অবাক করে শেষ হয়েছে ‘ধুলোকণা’। ঋদ্ধি-খড়ির জীবনে নতুন টুইস্ট আনতেই হাজির হচ্ছেন জেসমিন তা বলাই বাহুল্য। ‘গাঁটছড়া’য় প্রবেশের খবর নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। শ্যুটিং-এর ফাঁকে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নতুন জার্নি শুরু হল… ধন্যবাদ সবকিছুর জন্য’।

<p>গাঁটছড়ায় এবার জ্যাসমিন</p>

গাঁটছড়ায় এবার জ্যাসমিন

কোন চরিত্রে দেখা যাবে জ্যাসমিনকে? সেটি ইতিবাচক চরিত্র না নেতিবাচক তা জানা যায়নি। তবে খুব সম্ভবত ঋদ্ধি-খড়ির সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখা যাবে জ্যাসমিনকে। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থেকেছেন জ্যাসমিন। অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে লিভ ইন সম্পর্কে মাস কয়েক আগেই ইতি টেনেছেন জ্যাসমিন, এর মধ্যেই ‘আমার সোনা চাঁদের কণা’ অভিনেতা রবি শ'র সঙ্গে তাঁর প্রেম সম্পর্কের চর্চা তুঙ্গে। জ্যাসমিনের আগমনে ‘গাঁটছড়া’র টিআরপিকে কেমন পরিবর্তন আসে, দর্শক এই টুইস্ট কতটা পছন্দ করে সেটাই এখন দেখবার।

 

বন্ধ করুন