বাংলা নিউজ > বায়োস্কোপ > সলমন-অক্ষয়ের ‘সঙ্গী’ হতে নারাজ, ১২টি ছবির প্রস্তাবে না ‘স্যাক্রেড গেমস’ অভিনেতার

সলমন-অক্ষয়ের ‘সঙ্গী’ হতে নারাজ, ১২টি ছবির প্রস্তাবে না ‘স্যাক্রেড গেমস’ অভিনেতার

যতীন স্বর্ণ। (ছবি সৌজন্যে - টুইটার)

'স্যাক্রেড গেমস' এর সাফল্যের পর অনেকটা পথ পেরিয়ে এসেছেন যতীন স্বর্ণ।

'স্যাক্রেড গেমস' এর সাফল্যের পর অনেকটা পথ পেরিয়ে এসেছেন যতীন স্বর্ণ। তাই তো অক্ষয় কুমারের 'এয়ারলিফ্ট' থেকে বাদ পড়া এই অভিনেতা এবার নিজে 'খিলাড়ি'র আগামী ছবিতে অভিনয়ের প্রস্তাব ফেরালেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন 'স্যাক্রেড গেমস'এর 'বান্টি'। 'এয়ারলিফ্ট থেকে বাদ পড়ার পর সত্যিই ভীষণ ভেঙে পড়েছিলাম।' উল্লেখ্য, অক্ষয়ের সেই ছবিতে যতীনের অডিশন দেওয়া চরিত্রটিতে শেষপর্যন্ত অভিনয় করেছিলেন পূরব কোহলি।

আক্ষেপের স্বরে '৮৩' ছবির অভিনেতা বললেন, 'অক্ষয়ের বিরাট ভক্ত আমি। তাই ওঁর ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে স্বাভাবিওকভাবেই প্রচন্ড খুশি হয়েছিলাম। পরিবারও ভেবেছিল শেষপর্যন্ত হিল্লে হলো আমার। এর কিছুদিন পর অবশ্য গন্ডগোলের গন্ধ পেলাম। সন্দেহ হওয়াতে বহুবার ফোন করে গেছিলাম ছবি নির্মাতাদের অফিসে। কেউ ফোন তোলেননি। এমনকী ছবির পরিচালক রাজা মেনন-এর সঙ্গে একদিন দেখা পর্যন্ত করতে গেছিলাম। গিয়ে শুনি সেই ছবির শ্যুটিং ততদিনে শুরু হয়ে গেছে। আর আমাকে বাদ দিয়ে সেই চরিত্রে বলিপাড়ার এক চেনা মুখকে কাস্টিং করা হয়েছে। তাঁদের তরফে কেউ আমাকে এই খবরটুকু জানানোর সৌজন্যতাবোধটুকু পর্যন্ত করেননি।' সামান্য থেমে এ প্রসঙ্গে বলি-অভিনেতা যোগ করেন,' তবে ছবিটা দেখার পর আমার সব্রমকের আক্ষেপ কেটে গেছিল। নিশ্চিন্তে হাঁফ ছেড়েছিলাম। কেন জানেন? বুঝতে পেরেছিলাম সেই ছবিতে এমন কিছু গুরুত্বপূর্ণ ছিল না আমার অভিনীত চরিত্রটি।'

এরপরেই এই বলি-অভিনেতার মুখ থেকে জানা গেল কিছুদিন আগে অক্ষয়ের আগামী প্রজেক্ট 'বচ্চন পাণ্ডে'-তেও অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তবে এবার তিনি সেই প্রস্তাব ফিরিয়েছেন। কেন? 'এমন দারুণ কিছু মশলা খুঁজে পাইনি ওই চরিত্রটির মধ্যে। তাই না করে দিয়েছি', সাফ কথা যতীন স্বর্ণর। জানা গেল, শুধু অক্ষয়ের নন সঙ্গে সলমন খানের 'টাইগার ৩'র ছবিতে অভিনয়ের প্রস্তাবও পত্রপাঠ ফিরিয়েছেন তিনি। 'টাইগার ৩ ছাড়াও আহমেদ খান পরিচালিত আদিত্য রায় কাপুর অভিনীত একটি ছবির প্রস্তাবও ফিরিয়েছি। তালিকায় এরকম মোট ১২টি ছবি রয়েছে!' কোনওরকম লুকোছাপা না করে ফাঁস  করলেন যতীন।

তা কেন এরকম বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ নির্দ্বিধায় ফিরিয়ে দিচ্ছেন তিনি? এতটুকুও দ্বিরুক্তি না করে বলি-অভিনেতার জবাব, 'নায়কদের ভাই, বন্ধু, কাকা সাজা অনেক হয়েছে। এখন সেসব করার আর কোনও প্রশ্নই নেই। আর বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পাশাপাশি আমার অভিনীত চরিত্রটিও যেনগুরুত্বপূর্ণ হয় সে দিকেও খেয়াল রাখছি। এটুকুই।'

বায়োস্কোপ খবর

Latest News

'অল্পের জন্যে বেঁচেছি', হত্যার ছক নিয়ে বিস্ফোরক হাসিনা, বার্তা 'আরও কিছু করার' এডিটর শিরীষ কুন্দের-এর সঙ্গে ২০বছরের দাম্পত্য, ফারহা বলছেন, ‘ভেবেছিলাম ও সমকামী' ‘স্টার’ দিয়ে বুমরাহকে রাখা হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর কারা থাকতে পারেন? মহিলাদের মাসে ২.৫ হাজার ভাতা, রান্নার গ্যাসে ভর্তুকি, দিল্লিতে প্রতিশ্রুতি BJP-র রাজ নয়, দেবের পাশেই থেকেছেন! তবে এবার বিরসার নায়িকা শুভশ্রী, নায়ক কে? স্ত্রীর মৃত্যুর পর অবসাদে আত্মঘাতী প্রৌঢ় 'সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্তান চলবে' বলে ভুল করিনি, দাবি HC বিচারপতির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে কাবু কোহলিরা! খেলবেন না রঞ্জি, ফাঁকি দেওয়ার কৌশল? চিনা JF-17 পেতে পাকিস্তানের কাছে হাত পাতল বাংলাদেশ, তুলনায় কতটা এগিয়ে রাফাল? 'ওনার ভোটব্যাঙ্কের ওপরে থাবা পড়েছে, মমতার বিরুদ্ধে গিয়ে এনকাউন্টার করেছে পুলিশ'

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.