বলিউডের অন্যতম নামজাদা জুটি জাভেদ আখতার ও শাবানা আজমি। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তাঁরা। ১৯৮৪ সালের ৯ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। তাঁদের ৪০তম বিবাহবার্ষিকী আজ। আরও পড়ুন-'বাচ্চার জন্ম দিতে না পারলে সমাজ আপনাকে'অসম্পূর্ণ মনে করে', মা হতে পারেননি, যন্ত্রণার কথা বললেন শাবানা
শাবানাকে বিয়ের সময় আলাদা থাকলেও তখনও প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদ হয়নি জাভেদের। দুই সন্তান (ফারহান-জোয়া) তথা ১২ বছরের দাম্পত্য ভুলে নতুন সংসার পেতেছিলেন চিত্রনাট্যকার, কাহিনীকার, কবি, গীতিকার জাভেদ আখতার। তারপর জীবনের সব চড়াই-উতরাই একসঙ্গে পার করেছেন জাভেদ-শাবনা। বিবাহবার্ষিকীতে বরের সঙ্গে একটি মিষ্টি ছবি অনুরাগীদের জন্য ইনস্টায় শেয়ার করেছেন শাবানা।
শাবানা তাঁদের দু'জনের একটি ছবি পোস্ট করেন। ছবিতে গোলাপি স্যুটের সঙ্গে ম্যাচিং ওড়নায় অভিনেত্রী। কানের পাশে ফুল গোঁজা। শাবানার মিষ্টি হাসিতেই ফিদা ভক্তকূল। সাদা পাঞ্জাবির উপর একইরঙা জহরকোটে জাভেদ। দুজনের দাম্পত্যে আসেনি সন্তানসুখ। তবুও অটুট দুজনের সম্পর্ক। তার চাবিকাঠি কী? সেটা স্পষ্ট ছবির ক্যাপশনে। শাবানা লেখেন, ‘আমাদের বিয়ের পর ৪০ বছর কেটে গেছে, ও এখনও আমাকে হাসায়।’
প্রবীণ অভিনেতা অন্নু কাপুর, যিনি আজমি এবং আখতার পরিবারের সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ সম্প্রতি দুজনের বিয়ে নিয়ে এক গোপন কাহিনি ফাঁস করেছেন। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেতা জানিয়েছিলেন, '১৯৮৪ সালের ৯ ডিসেম্বর রাতে জাভেদ আখতার ও শাবানা আজমির বিয়ের ব্যবস্থা আমিই করেছিলাম। জাভেদ আখতার সেখানে বসেছিলেন, আর শাবানা ভিতরে বই পড়ছিলেন। আমি সেই রাতে পৌঁছেছিলাম, এবং যেহেতু সে আমাকে তার ভাই মনে করেছিল, তাই আমি তাকে সিদ্ধান্ত নিতে বলেছিলাম।
তিনি (জাভেদ আখতার) বলেন, 'কী সিদ্ধান্ত? ওহ (শাবানা) প্রস্তুত নয়। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, 'আপনি কি প্রস্তুত?' তিনি বললেন, 'হ্যাঁ, আমি তৈরি আছি। তখন আমি তাকে বললাম, 'ঠিক আছে, আমি যাচ্ছি। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এগিয়ে যান।’
কীভাবে তিনি বান্দ্রা মসজিদের এক মৌলবিকে নিকাহ পড়ানোর জন্য পাকড়াও করে আনেন তাও জানান অন্নু কাপুর। তাঁর কথায়, ‘শাবানার মা একটা ট্র্যাডিশনাল লাল রঙের বিয়ের পোশাক বের করলেন। এরপর আমি বনি কাপুর ও অনিল কাপুরকে ফোন করি। সবাই এসেছিল, এবং ভোর চারটে বা পাঁচটা পর্যন্ত নাচ এবং উদযাপন ছিল এবং অবশেষে তাদের বিয়ে হয়েছিল’।
জানা যায়, শাবানার সঙ্গে জাভেদের প্রথম দেখা হয় অভিনেত্রীর বাবা তথা বিখ্যাত কবি কাইফি আজমির বাড়িতে। ভালোবেসে বিবাহিত , দুই সন্তানের বাবা জাভেদের হাত ধরেছিলেন শাবনা, সেই হাতটা আজও শক্ত করে ধরে রয়েছেন তিনি।