বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন বর্তমানে ব্যস্ত রয়েছেন 'কৌন বনেগা ক্রোড়পতি ১৭'-এ। এ পর্যন্ত অনেক প্রতিযোগী এই কুইজ শো থেকে কোটিপতি হয়েছেন। তবে দর্শকরা বিশেষ পছন্দ করেন, যখন বিগ বি-র কুইজ শো-তে খেলতে আসেন তারকারা। এমন পরিস্থিতিতে শোয়ের সাম্প্রতিক পর্বটি বেশ বিস্ফোরক ছিল। বিখ্যাত লেখক জাভেদ আখতারকে তাঁর ছেলে ফারহান আখতারের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-তে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় সেই এপিসোডের একটি প্রোমো শেয়ার করা হয়েছে।
'কৌন বনেগা ক্রোড়পতি ১৭' শোয়ের নতুন প্রোমো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেবিসির মঞ্চে ছেলে ফারহান আখতারের সঙ্গে অমিতাভ বচ্চনের জন্মদিন উদযাপন করতে দেখা গেল জাভেদ আখতারকে। প্রকৃতপক্ষে, বিগ বি ১১ অক্টোবর ৮২ বছর পূর্ণ করবেন। এমতাবস্থায় শোতে কেক কেটে বিগ বি'র জন্মদিন সেলিব্রেট করেন জাভেদ। 'জঞ্জির'-এর দৃশ্য রিক্রিয়েট করলেন অমিতাভ বচ্চন একই সময়ে।
কেবিসি-তে দেখা গেল হট সিটে বসে থাকা জাভেদ ও ফারহানের জুটি দুজনকেই অনেক প্রশ্ন করে। প্রোমো ভিডিয়োতে অমিতাভকে 'জঞ্জির'-এর দৃশ্য রিক্রিয়েট করতে দেখা গেছে। তিনি জাভেদের সামনে বলেন, 'যতক্ষণ না আপনাকে বসতে বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শালীনভাবে দাঁড়াও, এটি একটি পুলিশ স্টেশন, আপনার বাবার বাড়ি নয়। এই প্রোমো দেখে মানুষের মনে পড়ে গেল অ্যাংরি ইয়ংম্যানের কথা। এই প্রোমো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।