কিছুদিন আগেই ভারত পাকিস্তান বিষয় মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়েছিলেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। যদিও বিতর্ক তৈরি করা বা বিতর্কে জড়িয়ে পড়া কোনটাই নতুন ব্যাপার নয় তাঁর জন্য। এর আগে কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও সমস্যায় জড়িয়ে ছিলেন তিনি। তবে এ যাবতকালে জাভেদ যে যে বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন, সেই সব কিছুর ঊর্ধ্বে ছিল যখন তিনি সদগুরুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এনেছিলেন।
কয়েক বছর আগে জাভেদ আখতার এবং সৎ গুরু জগ্গি বাসুদেবের মধ্যে একটি তর্কযুদ্ধ বাঁধে একটি আলোচনা সভায় কথা বলতে গিয়ে। পরস্পরকে কটাক্ষ করতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিলেন দুজনেই। সদ্ গুরু দাবি করেছিলেন, জাভেদ কথা বলার সময় বুদ্ধির ব্যবহার করেন না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে চিত্রনাট্যকার বলেছিলেন, সদ্ গুরু নিরীহ মানুষদের মগজ ধোলাই করার ভয়ঙ্কর খেলা খেলেন।
আরও পড়ুন: চলে গেলেন পরিচালক পার্থ ঘোষ, শোকস্তব্ধ ঋতুপর্ণা, বললেন, 'কোনও ভাষা নেই…'
আরও পড়ুন: বড়পর্দায় আসছে প্রয়াত জ্যোতি বসুর বায়োপিক, নাম ভূমিকায় অভিনয় করবেন কে?
তবে শুধু সদ গুরু নন, প্রত্যেক গুরুর উদ্দেশ্যে কটাক্ষ করে জাভেদ বলেছিলেন, জীবনে এমন কোনও গুরুদেবকে তিনি দেখেননি যাকে গুরুত্ব দেওয়া যায়। সবাই মগজ ধোলাই করে থাকেন। আধ্যাত্মিকতা পঞ্চেন্দ্রিয়ের ওপর ভরসা এবং আত্মবিশ্বাস ভেঙে দেয়, যার ফলে মানুষ পরাধীন হয়ে ওঠে মানসিকভাবে। এই সবকিছু তারাই বিশ্বাস করেন যাদের বুদ্ধি নেই।
জাভেদের বোকামি বিশ্বাসের জবাব দিতে গিয়ে গুরু বলেছিলেন, শেষ যখন জাভেদ স্যারের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন এক গুরুর পরামর্শ নিয়েছিলেন তিনি। সেই গুরুই বোধ হয় তাঁকে বুদ্ধি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। তাই তিনি বুদ্ধি ব্যবহার না করেই কথা বলে থাকেন।
আরও পড়ুন: বাপ কা বেটি! ‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারাকে দেখে সইফের ‘জেরক্স কপি’ বললেন ভক্তরা
আরও পড়ুন: প্রকাশ্যে ‘মেট্রো ইন দিনো’-র দ্বিতীয় গান, মুক্তি পেতেই মনে করাল কার কথা?
এই বাকবিতণ্ডা বেশ বড় বিতর্ক তৈরি করেছিল সেই সময়ে। দুজনেই নিজের নিজের জায়গা থেকে নিজেদের কথাকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন, যার ফলে একে অপরকে কটাক্ষ করতেও পিছপা হননি তাঁরা।