সম্প্রতি জাভেদ আখতার তাঁর একটি বক্তব্যে অমিতাভ বচ্চনের তুমুল প্রশংসা করেন। আবার একই সঙ্গে সেই পোস্টে জানান একটা সময়ের পর নাকি রাজেশ খান্নার সঙ্গে কাজ করা যেত না। কিন্তু কেন এমনটা বললেন? সেই কারণও প্রকাশ্যে আনলেন তিনি।
রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনকে নিয়ে কী জানালেন জাভেদ আখতার?
SAM নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাভেদ আখতার জানিয়েছেন রাজেশ খাবনা কীভাবে অল্প সময়ের জন্য হলেও বলিউডের সর্বোচ্চ খ্যাতনামা এবং সেরা তারকার জায়গাটা উপভোগ করেছিলেন। একই সঙ্গে তিনি জানান অমিতাভ বচ্চনও দুর্দান্ত অভিনেতা। তিনি শীঘ্রই রাজেশ খান্নার জায়গাটা নিয়ে নেন।
এই সাক্ষাৎকারেই জাভেদ আখতার দাবি করেন রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর কাজ করা যেত না। কিন্তু কেন? এই বিষয়ে বর্ষীয়ান লিরিসিস্ট জানান, 'ওর পাশে সবসময় সাইকোপ্যাথরা ঘুরে বেড়াত।' আর সেই জন্যই নাকি কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যদিও পরে তাঁরা পুনরায় তাঁদের বন্ধুত্ব ঝালিয়ে নেন এবং একটি ছবিতে কাজ করেন। রাজেশের প্রশংসা করতে গিয়ে জাভেদ এদিন জানান বাচ্চারা সেই সময় নিজেদের বাবা মায়ের নাম জানার আগে, বাবা মা বলে ডাকার আগে রাজেশ খান্নার নাম জেনে যেত।
তবে একটা সময়ের পর জাভেদ আখতার এবং সেলিম খান অমিতাভ বচ্চনের সঙ্গেই কাজ করতে বেশি পছন্দ করতে শুরু করেন, যদিও বিগ বি তখন তেমন তারকা ছিলেন না। তবুও তাঁরা কাজ করতেন কারণ তাঁরা যে ধরনের চরিত্রে বানাতেন সেটার সঙ্গে অমিতাভ বচ্চনই বেশি খাপ খেতেন।