বাংলা নিউজ > বায়োস্কোপ > 100 Hours 100 Stars:ফারহান জীবনে সাফল্য পাবে স্বপ্নেও ভাবেননি জাভেদ আখতার!

100 Hours 100 Stars:ফারহান জীবনে সাফল্য পাবে স্বপ্নেও ভাবেননি জাভেদ আখতার!

প্রথম পক্ষের দুই সন্তান ফারহান,জোয়া এবং দ্বিতীয় স্ত্রী শাবানা আজমির সঙ্গে জাভেদ আখতার 

জোয়া জীবনে সফল হবে,শুরু থেকেই নিশ্চিত ছিলেন জাভেদ সাহাব তবে ফারহানকে নিয়ে এমন ভাবনার কারণ কী? উত্তর দিলেন জাভেদ আখতার।

বলিউডের অন্যতম সেরা গীতিকার, চিত্রনাট্যকার তথা কাহিনীকারের তালিকায় একদম উপরের দিকে রয়েছে তাঁর নাম।জেনারেশনের পর জেনারেশন অনুপ্রাণিত জাভেদ আখতারের কলমের জাদুতে। ফিভার নেটওয়ার্কের #100Hours100Stars-র অনুষ্ঠানে  যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। দেশের সবচেয়ে বড় এই ডিজিট্যাল মাধ্যমে করোনা সংকটে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কুর্নিশ জানাচ্ছে ফিভার নেটওয়ার্ক ও হিন্দুস্তান টাইমস। 

এদিন নিজের সুদীর্ঘ ফিল্মি কেয়িরারে আলোকপাত করলেন জাভেদ আখতার। এই বর্ষীয়ান শিল্পী কথা বললেন সেলিম খানের সঙ্গে তাঁর দীর্ঘ পার্টনারশিপ নিয়েও।জাভেদ আখতার জানান, ছবির কাহিনি লিখতেন সেলিম খান, অন্যদিকে ডায়লগ লিখতেন তিনি। চিত্রনাট্য দু’জনে মিলে লিখতেন। যদিও কাহিনি,ডায়লগ ও চিত্রনাট্য-তিনটির ক্রেডিট তাঁরা ভাগাভাগি করে নিতেন। সেলিম-জাভেদ জুটি বলিউডকে উপহার দিয়েছে শোলে,ত্রিশূল,দিওয়ারের মতো কালজয়ী ছবি।

তবে এদিনের আড্ডায় হাইলাইট ছিল দুই সন্তান জোয়া এবং ফারখানকে নিয়ে জাভেদ আখতারের মতামত। তিনি জানান,শুরু থেকেই তিনি নিশ্চিত ছিলেন জোয়া জীবনে কিছু একটা করে দেখাবে কিন্তু ফারহানের সাফল্য তাঁকে চমকে দিয়েছে। কিন্তু তিনি খুশি তাঁর দুই সন্তানই নিজেদের প্রচেষ্টায় বলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে। 

জাভেদ আখতার বলেন, জোয়া শুরু থেকেই খুব প্রশ্ন করত,ওর মধ্যে একটা বিদ্রোহী মনোভাব ছিল। ওর এই গুণই জোয়াকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাসী ছিলাম। কিন্তু ফারহান শুরু থেকেই প্রচন্ড আজ্ঞাকারী। ওকে যা বলা হত ও সেটাই চুপচাপ মেনে নিত। কোনওদিনও পাল্টা প্রশ্ন করেনি। কিন্তু ফারহানের এই সাফল্যে আমি গর্বিত।

 

প্রথম স্ত্রী হানি ইরানি ও দুই সন্তান ফারহান ও জোয়ার সঙ্গে জাভেদ (ছবি-ফেসবুক)
প্রথম স্ত্রী হানি ইরানি ও দুই সন্তান ফারহান ও জোয়ার সঙ্গে জাভেদ (ছবি-ফেসবুক)

২০ বছর বয়সে ও প্রথম গিয়ার বদলানো শুরু করে,এরপর আস্তে আস্তে এগোতে থাকে। আমাকে সত্যি ও চমকে দিয়েছে। তবে সাফল্য পেতে গিয়ে তাঁর সন্তানরা রুচিশীলতার সঙ্গে কোনদিন আপোস করেনি এই বিষয়ে খুশি জাভেদ আখতার। তিনি বলেন,‘আমি গর্ববোধ করি এটা দেখে যে আমার ছেলেমেয়ের ছবিতে কোনও ‘ভালগার’(অশ্লীল) ডায়লগ থাকে না’।

জাভেদ আখতারের প্রথম স্ত্রী অভিনেত্রী তথা চিত্রানাট্যকার হানি ইরানির সন্তান ফারহান ও জোয়া।

২০ বছর বয়সে ও প্রথম গিয়ার বদলানো শুরু করে,এরপর আস্তে আস্তে এগোতে থাকে। আমাকে সত্যি ও চমকে দিয়েছে। তবে সাফল্য পেতে গিয়ে তাঁর সন্তানরা রুচিশীলতার সঙ্গে কোনদিন আপোস করেনি এই বিষয়ে খুশি জাভেদ আখতার। তিনি বলেন,‘আমি গর্ববোধ করি এটা দেখে যে আমার ছেলেমেয়ের ছবিতে কোনও ‘ভালগার’(অশ্লীল) ডায়লগ থাকে না’।

জাভেদ আখতারের প্রথম স্ত্রী অভিনেত্রী তথা চিত্রানাট্যকার হানি ইরানির সন্তান ফারহান ও জোয়া।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.