স্টেজের পরিকাঠামো যত দিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত ভারতের কনসার্ট গান করবেন না বলে জানিয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। এবার তাঁর করা মন্তব্য নিয়ে নিজের মতামত ভাগ করে নিলেন গায়ক জাভেদ আলি।
এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে, জাভেদ আলি ভারতের প্রতি তাঁর ভালবাসা এবং দেশে একজন শিল্পী হিসাবে তিনি যে সম্মান পান তা প্রকাশ করেছেন। তাঁর কথায় ‘আমরা যেখানেই যাই, আমরা অনেক ভালোবাসা পাই। আমাদের দেশে মানুষ শিল্পীদের খুব সম্মানের চোখে দেখেন। আমি মনে করি না যে এই ভালোবাসা অন্য কোথাও পাওয়া যাবে কিনা।’
আরও পড়ুন: ‘না ছেড়ে গেলেও পারতে’! অরুণের জন্য হৃদয়বিদারক পোস্ট রুক্মিণীর, ‘সবসময় ভালোবাসব’
ভারতে কনসার্ট সেটআপ সম্পর্কে তাঁর মতামত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনাকে যদি বাড়িতে সম্মান করা হয়, তবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই যান না কেন, আপনি এই একই আনন্দ পাবেন না। আমি আমার দেশকে ভালোবাসি।’
প্রসঙ্গত, চণ্ডীগড়ে কনসার্ট চলাকালীন দিলজিৎ জানান, স্টেজের পরিকাঠামো যত দিন না ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি ভারতে কনসার্ট করবেন না। দিলজিৎ তাঁর মাতৃভাষা পাঞ্জাবিতে বলেন, ‘আমাদের এখানে লাইভ শোয়ের জন্য সঠিক পরিকাঠামো নেই। এই কনসার্টগুলি আয়ের একটা বড় উৎস, অনেকে কাজ পান এর জন্য। তবে আপনারা সবাই এই ধরনের স্টেজের জন্য আমাকে দূর থেকে দেখছেন। আমি পরের বার চেষ্টা করব যে মঞ্চটি যেন গোল হয়। আর আপনারা আমাকে কেন্দ্র করে আমার আশেপাশে ঘুরতে পারেন। যতদিন না এটা হচ্ছে, ততদিন আমি ভারতে শো করব না।’
আরও পড়ুন: নিউ ইয়ারে পুরো কাপুর পরিবার একফ্রেমে! ছোট্ট রাহা মা-বাবা ছেড়ে কার দিকে তাকিয়ে?
কাজের সূত্রে, জাভেদ আলিকে সম্প্রতি জি বাংলার ‘সা রে গা মা পা’-এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে। তাছাড়াও ৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিয়ো। আমেরিকান-ভারতীয় সুরকার আয়াজ ইসমাইলের সঙ্গে যৌথভাবে 'কিসমত' নামে এই মিউজিক ভিডিয়োটি প্রকাশ করেছেন তিনি। গানটি ২০২২ সালে জাভেদের মার্কিন যুক্ত রাষ্ট্র সফরের সময় তৈরি করা হয়েছিল।
কীভাবে এই কোলাবরেশন হয়েছিল তাও ভাগ করে নিয়েছেন জাভেদ আলি। গায়কের কথায়, ‘এটা আমার জন্য খুব অন্য রকমের একটা অভিজ্ঞতা। আমি ২০২২ সালে আমেরিকায় ৪০ দিনের সফরে ছিলাম। তখন আয়াজ আমাকে কল করে বলেছিলেন যে, সে আমার সঙ্গে কোলাবরেশন করতে চান। আমার শুরু থেকেই মনে হয়েছিল এটা দুর্দান্ত কিছু হতে চলেছে।’