দীর্ঘ প্রতিক্ষার পর 'জওয়ান' হয়ে পর্দায় ফিরছেন শাহরুখ। ইতিমধ্যেই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। ৩০ অগস্ট চেন্নাইতে ছবি মুক্তির আগে একটি প্রিভিউ ইভেন্টে যোগ দিয়েছিলেন কিং খান। আর এরপর ৩১ অগস্ট সামনে আসে 'জওয়ান'-এর ট্রেলার। জানা যায়, 'কমফোর্ট জোন' মুম্বই নয়, মূলত দক্ষিণে গিয়েই তাঁর এই ছবির শ্যুটিং করেছেন শাহরুখ। আর সেবিষয়েই মুখ খুলেছেন ছবির আর্ট ডিরেক্টর মুথুরাজ। শাহরুখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আর্ট ডিরেক্টর মুথুরাজ শাহরুখের উদ্দেশ্যে বলেন, ‘আপনার মুম্বাই থেকে এসে চেন্নাইতে শুটিং করার ইচ্ছার কারণে তামিলনাড়ুর চেন্নাইতে ৩০০০ পরিবার সমৃদ্ধ হয়েছে। চেন্নাই তথা তামিলনাড়ুর মানুষের পাশে থাকার জন্য আমরা সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ।’ আর্ট ডিরেক্টর মুথুরাজের এই কথা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-অক্ষয় টুইঙ্কলকে বিয়ে করতে চাইলে, জামাইকে মেয়ের সঙ্গে সহবাসের পরামর্শ দেন ডিম্পল!
এদিকে 'জওয়ান'-এর সম্পাদক রুবেনও ছবিটি নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করেছেন এবং বিজয় সেতুপতির অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি বিজয় সেতুপতিকে ভালোবাসি। বিশেষত সেই ছবিগুলি পছন্দ যেখানে বিজয় খলনায়ক। জওয়ানে, বিজয় এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যেখানে তিনিই মৃত্যুর মূর্তিমান। তার এই চরিত্র আমার রাতে ঘুম কড়ে নিয়েছে।’
ইতিমধ্যেই শাহরুখের চেন্নাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার নানান মুহূর্ত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে প্রিয়ামণির সঙ্গে শাহরুখের বিভিন্ন নাচের স্টেপ ভাইরাল হয়েছে। চেন্নাইয়ের অনুষ্ঠানে শাহরুখ খান উৎসাহী জনতা ও চলচ্চিত্র নির্মাতাদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন যাঁরা তাঁর পাশে থেকেছেন। শাহরুখ বলেন, ‘আমি কৃতজ্ঞ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি তামিল ছবি উপভোগ করি। আমি বুঝতে পেরেছি তামিল ভাষায় দারুণ দারুণ ছবি তৈরি হয়।’
শাহরুখ, ‘তামিল খাবারের প্রতি নিজের ভালবাসার কথা জানিয়ে মজা করে শাহরুখ বলেন, ’তামিলনাড়ুর খাওয়াটা দুর্দান্ত ছিল, এত খেয়েছি যে আমি আমার সিক্স প্যাক হারিয়ে ফিলেছি, পরে এসেগুলি ফিরে পেয়েছি। তামিলনাড়ুর খাবার দারুণ।'