বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection Day 4: সর্বোচ্চ একদিনের আয় রবিবারে! বলিউডের সব রেকর্ড ভাঙছে ‘জওয়ান’ শাহরুখ, কত কোটি উঠল ঘরে?

Jawan Box Office Collection Day 4: সর্বোচ্চ একদিনের আয় রবিবারে! বলিউডের সব রেকর্ড ভাঙছে ‘জওয়ান’ শাহরুখ, কত কোটি উঠল ঘরে?

৪ দিনে জওয়ানের আয় কত হল?

প্রথম বার দ্বৈত চরিত্রে কাজ করলেন শাহরুখ জওয়ান ছবিতে। প্রথমবার ন্যাড়া মাথা নিয়ে হাজির হলেন রুপোলি পর্দায়। আর কোনওকিছুই বৃথা গেল না। লক্ষ্মীলাভ বক্স অফিসে। বলিউড সিনেমার সব রেকর্ডকে যেন গুঁড়িয়ে দিতেই এসেছে জওয়ান। 

শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা জওয়ান নিয়ে ক্রেজ এত সহজে থামবে বলে মনে হচ্ছে না। শনিবারের মতো রবিবারেও জওয়ান ঝড় বজায় থাকল দেশ জুড়ে। শুধু মল্টিপ্লেক্সগুলোতে নয়, সিঙ্গেল স্ক্রিনেও থিকথিকে ভিড়। শিসের আওয়াজে কান পাতা দেয়। দিল্লি-মুম্বইয়ের মতো শহর কলকাতাও কিন্তু পাগল হয়েছে শাহরুখকে নিয়ে। বুধবার জেগেছে সারা রাত। sacnilk.com-এর রিপোর্ট বলছে রবিবার জওয়ান ব্যবসা করেছে ৮১ কোটির। 

জওয়ান বক্স অফিস রিপোর্ট:

শাহরুখ খানের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় বৃহস্পতিবার ৭ অগস্ট। আর শুরুতেই ভেঙে দেয় পাঠানের রেকর্ড। বলিউডে সবথেকে বড় ওপেনিং দিয়েছিল এর আগে পাঠানই। যা ছিল ৫৭ কোটি। আর সেখানে জওয়ান দেয় ৭৫ কোটির ওপেনিং। যার মধ্যে হিন্দির আয় ৬৫.৫ কোটি। ৫.৫ কোটি তামিলের আর ৪ কোটি তেলুগুর। এখানেই শেষ নয়, মাত্র ৩ দিনে দেশের বাজারে ২০০ কোটি আয় করে ফেলে ছবিখানা। যা এর আগে কোনও বলিউড ছবির ক্ষেত্রে হয়নি। বৃহস্পতি, শুক্র আর শনি মিলিয়ে জওয়ানের আয় ছিল ৭৫ কোটি, ৫৩.২৩ কোটি, ৭৭.৮৩ কোটি। অর্থাৎ মোট ২০৬.০৬ কোটি। যার মধ্যে হিন্দির আয় ১৮০.৪৫ কোটি। তামিলে ১৪.৭১ কোটি  তেলুগুতে ১০.৯ কোটি। 

আর রবিবার জওয়ানের আয় সবচেয়ে বেশি। ৮১ কোটি। যে সংখ্যা অবিশ্বাস্য। বলিউডের ইতিহাসে সর্বোচ্চ একদিনের আয়। প্রাথমিক রিপোর্ট বলছে এর মধ্যে ৭২ কোটি এসেছে হিন্দি থেকেই। আর রবিবারের আয়ের ভিত্তিতে দেশের বাজার থেকে জওয়ান ঘরে তুলল চার দিনে ২৮৭.০৬ কোটি। 

জওয়ানে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাও আবার বাবা-ছেলে। একাধিক সামাজিক এবং রাজনৈতিক সমস্যাগুলিকে সম্বোধন করেছে শাহরুখ খানের সিনেমা, যা আরও বেশি করে মন জয় করে নিয়েছে দর্শকদের। এর আগে বছরের শুরুতে এসআরকে-র কামব্যাক ফিল্ম পাঠান বিশ্বব্যপী ১০০০ কোটিব্যবসা করে সর্বোচ্চ আয়কারী বলিউড ছবির তালিকায় রয়েছে পয়লা নম্বরে। তবে কিং খানের ভক্তদের বিশ্বাস লড়াই হবে শাহরুখ বনাম শাহরুখে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন কিং খান এবারে জওয়ান দিয়ে। 

দক্ষিণের খ্যাতনামা পরিচালক অ্যাটলি সামলেছেন জওয়ান পরিচালনার দায়িত্ব। শাহরুখের নায়িকা হিসেবে দেখা গিয়েছে নয়নতারাকে। রয়েছেন বিজয় সেতুপতি ভিলেনের চরিত্রে। সঙ্গে অভিনয় করেছেন সানিয়া মলহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা-রা। বিশেষ চরিত্রে দেখা মিলেছে বলি কুইন দীপিকা পাড়ুকোনেরও। 

তবে শাহরুখ ম্যাজিক জওয়ান দিয়েই শেষ হচ্ছে না। দিওয়ালিতে-তে সলমন খানের টাইগার ৩-এ কেমিও করবেন ‘পাঠান’ শাহরুখ। এছাড়াও এখনও কথা আছে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির পরিচালনায় তাপসী পান্নুর সঙ্গে প্রথমবার জুটিতে ‘ডঙ্কি’। যদিও অনেকেরই অনুমান এই সিনেমা পিছিয়ে ২০২৪ সালে করে দেবেন নির্মাতারা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.