পর্দায় শাহরুখ খানের দৌড় অপ্রতিরোধ্য। যেমনটা আশা করা হয়েছিল, তার চেয়েও অনেক দ্রুত গতিতে ছুটছে এই ছবি। আপাতত ‘জওয়ান’ জ্বরে কাঁপছে গোটা দেশ। সব মিলিয়ে মঙ্গলবারের শেষে ৩৫০ কোটি ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে গেল এই সিনেমা। Sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
গত বৃহস্পতিবার বড়পর্দায় দেশ জুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এবং অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। তার পরে কেটে গিয়েছে ৬টি দিন। এমনিতেই মুক্তির প্রথম সপ্তাহান্তে ছবির যা রোজগার থাকে, তা সোম-মঙ্গলবারের মতো কাজের দিনগুলিতে কমে যায়। তাই শনি এবং রবিবার এই ছবির ব্যবসা যেমন ছিল, তা সোম-মঙ্গলবারে এসে কমে যাবে, রোজগারের গতি স্লথ হবে, তার পূর্বাভাস ছিল আগে থেকেই। সেই পরিস্থিতিতেও মোটের উপর ভালোই ব্যবসা করল পাঠান। আর তাই সব মিলিয়ে ৩৫০ কোটির ক্লাবের দিকে এগিয়ে গেল এই ছবি।
(আরও পড়ুন: পাঠান, গদর ২-ডাহা ফেল! ৫ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’, বিশ্বে আয় কত?)
Sacnilk.com-এ রিপোর্ট বলছে, ষষ্ঠ দিনের শেষে এই ছবি দাঁড়িয়ে রয়েছে ৩৪৫ কোটির সামান্য উপরে। সব হিসাব ঠিক থাকলে, বুধবার সাড়ে তিনশো কোটির মাইলস্টোন পেরিয়ে যাওয়ার কথা এই ছবির। পাশাপাশি সারা পৃথিবী ব্যাপী ব্যবসায় এই ছবি প্রতি দিন গড়ে প্রায় ১০০ কোটি ঘরে তুলছে বলে দাবি করা হয়েছে। ৬ দিনে মোট ৬০০ কোটির ব্যবসা হয়ে গিয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। সিনেমা হলে আসার আগেই ২৫-৩০ কোটির টিকিট বিক্রি হয়ে যায়। আর প্রথম দিনে জওয়ান খাতা খোলে ৭৫ কোটি দিয়ে। বলিউড ছবির ক্ষেত্রে সবচেয়ে বড় ওপেনিং এটি। এর মধ্যে হিন্দি ভার্সন ব্যবসা করে ৬৫.৫ কোটি। তামিল ৫.৫ কোটির। আর তেলুগু ৪ কোটির। শুক্রবার জওয়ানের আয়ের অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। শনিবার ৭৭.৮৩ কোটি। রবিবার সর্বোচ্চ আয় হয় ছবিটির, ৮০.১ কোটি। সোমবারে প্রায় ৩০ কোটি। আর মঙ্গলবার জওয়ান ঘরে তুলল প্রায় ২৬ কোটি। আর এই হিসেবে ভর করে শাহরুখের সিনেমা মাত্র ছ’দিনেই পৌঁছে গেল ৩৫০ কোটির ঘরের সামনে।
(আরও পড়ুন: শাহরুখ জ্বরে কাবু দেশ, ‘জওয়ান’ অপ্রতিরোধ্য সোমবারেও! ৫ দিনে কত আয় অ্যাটলির ছবির?)
২০২৩ সালে মাত্র দু’টি বলিউড ছবিই পার করতে পেরেছে ৩০০ কোটির ঘর। যার মধ্যে সবার আগে রয়েছে ‘পাঠান’। আর তারপরে ‘গদর ২’। যদিও আশা খুব জলদি এই দুটি সিনেমার আয়কে ছাড়িয়ে, বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তকমা শাহরুখের ‘জওয়ান’ নিজের ঝোলায় পুরে নেবে।
জওয়ানে বাদশা ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। এছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা-রা। একটি বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। প্রযোজনা করেছে শাহরুখ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।