বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office: সলমনকে পিছনে ফেললেন শাহরুখ! প্রি-বুকিংয়েই ৯ কোটির টিকিট বিক্রি করে ফেলল জওয়ান

Jawan Box Office: সলমনকে পিছনে ফেললেন শাহরুখ! প্রি-বুকিংয়েই ৯ কোটির টিকিট বিক্রি করে ফেলল জওয়ান

৯ কোটির প্রি বুকিং হয়ে গেল জওয়ান-এর। 

শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। আর প্রথম দিনেই কেল্লাফতে। ৯ কোটির টিকিট বিক্রি করে ফেলল অ্যাটলির প্যান-ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার। 

শুক্রবার ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে জওয়ান-এর প্রি-বুকিং। অ্যাটলির প্যান-ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার নিয়ে এখন দেশজুড়ে উত্তেজনা। আগ্রিম টিকিট বুকিং চালু হওয়ার পরই যেন ঝড় ওঠে। বেশ কিছু জায়গায় নিমেষে শোগুলি হয়ে যায় হাউজফুল। বিশেষ করে ফার্স্ট ডে ফার্স শো। ডিএনএ-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিকেল ৩টের মধ্যে ১ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

জওয়ানের অগ্রিম বুকিংয়ের হিসেব-নিকেশ:

শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। sacnilk.com-এর রিপোর্ট অনুসারে শুক্রবার গোটা দিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট। তামিলে ৩ হাজার ৭৫৪। আর তেলেগুতে ১০০৮ খানা। প্রাথমিক রিপোর্ট বলছে প্রায় ৯ কোটির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।

জওয়ান নিয়ে একটি টুইটে ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ লিখেছেন-

‘জওয়ান অ্যাডভান্সড বুকিং স্টেটাস: কার্ডে নতুন রেকর্ড?

বৃহস্পতিবার প্রথম দিনে টিকিট বিক্রি হল জাতীয় স্তরে

পিভিআর+আইনক্সে- ১০৩,০০০

সিনেপলিস- ২১,০০০

মোট- ১,২৪০০০ টিকিট বিক্রি হয়ে গেছে।’

জওয়ান বনাম কিসি কা ভাই কিসি কি জান

জওয়ান ইতিমধ্যেই সলমন খানের অ্যাকশন ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। যা এই বছরের শুরুতে ৩.৩৯ কোটি মূল্যের টিকিট বিক্রি করেছিল। জওয়ান অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি করায়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং মণি রত্নমের ঐতিহাসিক মহাকাব্য ‘পোন্নিয়ান সেলভান ২’-এর অগ্রিম বুকিংকে ছাড়িয়ে গিয়েছে।

জওয়ান বনাম পাঠান

শাহরুখের স্পাই থ্রিলার ‘পাঠান’, এই বছরের শুরুতে মুক্তি পেয়েছিল এবং প্রায় ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছিল। সেই ছবি ৩২ কোটির অগ্রিম বুকিং করে ফেলেছিল, যা কোনও হিন্দি ছবির জন্য সর্বোচ্চ। এসএস রাজামৌলির তেলেগু ঐতিহাসিক মহাকাব্য আরআরআর (RRR) গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটির ব্যবসা করেছিল। জওয়ান-এর এখনও অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন বাকি আছে। তাই সম্ভাবনা আছে শাহরুখ নিজের পাঠান রেকর্ড ভেঙে দেবে জওয়ান দিয়ে।

জওয়ান ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। বাবা আর ছেলে। একসঙ্গে নেগেটিভ আর পজিটিভ রোল। ছবিতে শাহরুখ খান রোম্যান্স করবেন নয়নতারার সঙ্গে। বিজয় সেতুপতিকেও দেখা যাবে ভিলেনের রোলে। এছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

 

বন্ধ করুন