জন্মসূত্রে তিনি দিল্লির ভূমিপুত্র, কর্মসূত্রে মুুম্বইয়ের বাসিন্দা। তবুও বাংলার সঙ্গে এক অদ্ভূত টান রয়েছে শাহরুখ খানের। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি। বাঙালির আবেগে মিলে মিশে রয়েছেন বলিউডের বাদশা। শাহরুখের ছবি মানেই বাংলায় অকাল উৎসব। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সেই ছবি ঘিরে শাহরুখ জ্বরে ভাসছে শহর কলকাতা। আরও পড়ুন-জওয়ান-এর ভোর ৫টার শো হাউসফুল! শাহরুখের জন্য রাত জাগল কলকাতা, ছবি দেখলেন নীল-তৃণা
বাংলার অফিসে ঐতিহাসিক মুহূর্ত
বাংলার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আজ ইতিহাস লিখবেন শাহরুখ খান। শুক্রবার আগাম বুকিং শুরু হওয়ার পর থেকেই দারুণ সারা পাচ্ছেন হল মালিকরা। সব মিলিয়ে রাজ্যে শাহরুখের ছবির প্রায় ১১০০ শো চলবে গোটা দিনে। এদিন ভোর ৫টায় কলকাতায় শুরু হয়েছে ‘জওয়ান’-এর প্রথম শো। স্থান নিউটাউনের মিরাজ সিনেমা হল। ওটিটি-র প্লে-র এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাঁটা দুপুর বারোটা ছোঁয়ার আগেই কলকাতা ও তার আশেপাশে ‘জওয়ান’-এর ১৬৩টি হিন্দি ভাষার শো (কলকাতায় তামিল ভার্সনের শো থাকছে) শেষ হয়ে যাবে। টিকিটের চাহিদা অতিরিক্ত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই আজ খুলবে হলগুলির তালা। বাড়ানো হয়েছে শো-এর সংখ্যা।
অজন্তা সিনেমার মালিক শতাদীপ সাহা এই প্রসঙ্গে ওটিটি প্লে-কে জানান, ‘আমাদের সিনেমা হলের ইতিহাসে এই প্রথম আমরা ভোর ৬.৪০-এ কোনও ছবির স্ক্রিনিং শুরু করছি। আমি নিশ্চিত বাংলার বক্স অফিসে প্রথম দিন আয়ের নিরিখে পুরোনো সব রেকর্ড ভেঙে দেবে শাহরুখের এই ছবি। আগের রেকর্ডও শাহরুখের পাঠান-এর দখলে'।
প্রথম দিন বাংলায় কত আয় করবে ‘জওয়ান’?
ট্রেড অ্যানালিস্ট পঙ্কজ লাডিয়ার দাবি প্রথম দিন বাংলায় কমপক্ষে ৩.৫ থেকে ৪ কোটির ব্যবসা করবে জওয়ান। পিভিআরআইনক্সের এভিপি মুভি প্রোগ্রামিং হেডের কথায়, ‘প্রথম দিন জওয়ান বাংলায় ৩.৫ কোটির নেট কালেকশন করবে। আগাম বুকিং-এর যা ট্রেন্ড দেখলাম তাতে এই অঙ্ক ছুঁয়ে ফেলবে পাঠন। প্রথমদিনটা ব্যবসার নিরিখে খুব জরুরি। দ্বিতীয় দিন থেকে ছবির গুণমানের উপর ব্যবসা নির্ভর করে’।
পাঠানের পর জওয়ানের মাধ্যমে ফ্যানেদের মন জয় করতে বদ্ধপরিকর শাহরুখ খান। প্রথম সপ্তাহান্তেই শাহরুখের এই ‘অ্যাকশন এন্টারটেনার’ ছবি দেখে ফেলতে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছেন ফ্যানেরা। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে কী কী চমক রয়েছে তা জানতে ভোর থেকে হল ভরিয়ে দিচ্ছন তাঁরা।
রাত জাগলেন শাহরুখও
ভোর পাঁচটা বাজতে না বাজতেই থিয়েটারের বাইরে শাহরুখ ভক্তদের মিছিল। রাত জেগে সেইসব দৃশ্যের সাক্ষী বাদশা। এদিন ভোরে ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর একটি ভিডিয়ো টুইট করে শাহরুখ জানান- ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমাহলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।