বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘Jawan’ Ticket Price: মুম্বইতে ২৩০০, দিল্লিতে ২৪০০! কলকাতায় শাহরুখের ‘জওয়ান’-এর টিকিটের দাম কত?

‘Jawan’ Ticket Price: মুম্বইতে ২৩০০, দিল্লিতে ২৪০০! কলকাতায় শাহরুখের ‘জওয়ান’-এর টিকিটের দাম কত?

দিল্লি, মুম্বইয়ের মতো কলকাতাতেও শাহরুখ খানের জওয়ানের টিকিটের দাম আকাশছোঁয়া। 

ট্রেলার আসার পরদিন, ১ সেপ্টেম্বর শুক্রবার থেকে খুলে গেল জওয়ান-এর অ্যাডভান্সড বুকিং। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে শাহরুখ খানের সিনেমার টিকিট। শুধু দিল্লি আর মুম্বই নয়, কলকাতাতেও। 

বৃহস্পতিবারই সামনে এসেছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। আর শুক্রবার থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেল সিনেমার প্রি বুকিং। বছরের শুরুতে পাঠান দিয়ে রেকর্ড করেছিলেন কিং খান। জানুয়ারি মাসে দেশ ও দেশের বাইরের হিসেব মিলিয়ে ১০০০ কোটি টাকার উপরে ব্যবসা করে পাঠান। আপাতত সবচেয়ে বেশি উপার্জিত হিন্দি ছবি এটি। তবে মনে হচ্ছে, শাহরুখ নিজেই ভাঙবেন নিজের রেকর্ড। পাঠানের আয় টপকে যাবে জওয়ান। 

আগামী সপ্তাহে অর্থাৎ ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জওয়ান। আটলির পরিচালনায় ও শাহরুখ খানের হোম প্রোডাকশন ‘রেড চিলিজ’ থেকে মুক্তি পাচ্ছে ছবিখানা। অ্যাডভান্সড বুকিং শুরু হতেই হামলে পড়েছে কিং খানের ভক্তরা। আকাশ ছোঁয়া দাম থাকা সত্ত্বেও হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। 

জওয়ান দেখানো হচ্ছে 2D এবং IMAX ফরম্যাটে। মুম্বইতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৩০০ টাকা এবং দিল্লিতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৪০০ টাকা। তবে দামের জন্য মোটেও আটকাচ্ছে না। চলুন দেখে নেওয়া যাক কলকাতায় কেমন দামে জওয়ানের টিকিট পারবেন কাটতে। মানি স্কোয়ারে টিকিটের দাম শুক্রবার সর্বাধিক ৭৫০ টাকা। তুলনায় সিটি সেন্টার ২-তে টিকিট মিলবে ৩৫০ টাকার মধ্যে। সাউথ সিটিতে রাতের শো-র টিকিটের দাম ১৭০০ টাকার কাছাকাছি। কোয়েস্টে ১১৭০ টাকা। 

শহরতলিতে দাম খানিক কম। দমদমের ডায়মন্ড প্লাজায় শুক্রবারের রাতের শো-র টিকিটের দাম সর্বাধিক ৫৫০ টাকা। মধ্যমগ্রাম, বারাসতের স্টার মল বা সিটি মলে ৩০০ টাকার মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে। হাওড়ার অবনীতেও টিকিটের দাম ৪৫০-এর মধ্যে। তবে এখন থেকেই হাউজফুল শুক্রবারের টিকিট। বিশেষ করে ফার্স্ট ডে ফার্স্ট শো-র দিকে ঝুঁকছেন কিং খানের ভক্তরা। 

এর আগে #askSRK সেশনে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি ভারতে অগ্রিম বুকিং খুলছেন কবে থেকে জওয়ান-এর। যাতে  শাহরুখের জবাব ছিল যে, তিনি লোকেদের বেতন পাওয়ার জন্য অপেক্ষা করছেন যাতে তারা পুরো পরিবারের জন্য টিকিট বুক করতে পারে। কারণ জওয়ান একটি পারিবারিক সিনেমা। 

বৃহস্পতিবার সামনে এসেছে জওয়ান-এর ট্রেলার। ডবল রোলে থাকছেন শাহরুখ। বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বাদশার। অ্যাকশন থেকে রোম্যান্স, কিং খানের সব অবতারেরই দেখা পাবেন দর্শক। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। শাহরুখ রোম্যান্স করবেন নয়নতারার সঙ্গে। ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি। এছাড়াও দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। শাহরুখের মা ও বউ দুই চরিত্রে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের। 

বন্ধ করুন