৩৯ বছর বয়সেই যাঁর রূপের ছটায় ঘুম ওড়ে ভক্তদের। একের পর এক হিট সিনেমা দুই বাংলার দর্শকদের উপহার দিয়েছেন। শীঘ্রই বলিউডে পা রাখছেন অভিনেত্রী জয়া আহসান। ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিতে আরও অভিনয় করছেন ‘দিল বেচারা’ খ্যাত সাঞ্জনা সাঙ্ঘি।
জয়ার বলিউড ডেবিউ ছবির পরিচালকের আসনে রয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডে পা রাখতে চলেছেন জয়া। এরপরই পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে একফ্রেমে দেখা দিলেন অভিনেত্রী।
গত মঙ্গলবার থেকে মুম্বইয়ে এই সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। জয়া জানিয়েছেন, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অনেকদিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর। প্রথম হিন্দি সিনেমাতেই তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি।
আরও পড়ুন: ২৪ বছরের বিবাহবার্ষিকী, স্বামী সঞ্জয়কে নিয়ে পোস্ট মাহিপের, শেয়ার করলেন বিয়ের ছবি
এ প্রসঙ্গে জয়া আহসান বলেছেন, ‘এটা আমার প্রথম হিন্দি সিনেমা এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এর প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাঁদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি সিনেমাতেই হয়ে গেলো! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’
‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’ খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। নিঃসন্দেহে বলিউডে দারুণ অভিষেক হতে যাচ্ছে জয়ার। ছবিটি প্রযোজনা করছে উইজ ফিল্মস। জানা গিয়েছে, ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার গল্প রয়েছে। ছবির গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী।