বাংলা নিউজ > বায়োস্কোপ > এপারের নায়িকাদের টেক্কা, আবার টলিউডে বাংলাদেশী জয়া! থাকছেন বিপ্লবী চরিত্রে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার হোক বা ওপার বাংলা অভিনেত্রী জয়ার ভক্ত সংখ্যা অগুণতি। টলিউডের নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। নাম 'কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ'। সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক কলকাতার পেন্ডুলাম, রক্তরহস্য খ্যাত সৌকর্য ঘোষাল।

বঙ্গভঙ্গের সময়কার প্রেক্ষাপটে নতুন ছবির গল্প বুনেছেন পরিচালক। ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক সৌকর্য জানিয়েছেন, 'আমি ইতিহাসের ছাত্র, তাই চাইনি আমার সিনেমায় ইতিহাসে কোনও ভুল থাকুক। অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সিনেমায় উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর-এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করব সিনেমায়।’

সিনেমায় এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন জয়া। বাঘা যতীন ও অরবিন্দের চরিত্রে ইন্ডাস্ট্রিত নবাগত অভিনেতাদের দেখা যাবে। এই দুই চরিত্রে অভিনেতা নির্বাচনে ‘মুখের মিলকে’ প্রাধান্য দিয়েছেন বলে জানান পরিচালক। এর আগে সৌকর্যের পরিচালনায় ভূতপরী ও ওসিডিতে অভিনয় করেছেন জয়া আহসান। 

ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর’ সিনেমার গল্প। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। 

 

বন্ধ করুন