বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaya-Pankaj: জয়ার কাছে বিশেষ আবদার পঙ্কজের, পূরণ করতে না পেরে যা করেছেন বাঙালি নায়িকা

Jaya-Pankaj: জয়ার কাছে বিশেষ আবদার পঙ্কজের, পূরণ করতে না পেরে যা করেছেন বাঙালি নায়িকা

এক ছবিতে জয়া-পঙ্কজ

অনিরুদ্ধর হিন্দি ছবিতে জয়ার কো-স্টার পঙ্কজ ত্রিপাঠী। শ্যুটিং চলাকালীন জয়ার সঙ্গে দারুণ ভাব জমেছিল ‘কলিন ভাইয়া’র। বাংলাদেশের ইলিশ খাওয়ার আবদার করে বসেন তিনি তবে…

দুই বাংলায় দাপটের সঙ্গে অভিনয় করছেন জয়া আহসান (Jaya Ahsan)। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ সকলে। এবার ঢালিউড, টলিউড পেরিয়ে জয়ার স্বপ্নের উড়ান বলিউড! ইতিমধ্যেই নিজের প্রথম হিন্দি ছবির শ্যুটিং-এর কাজ শেষ করে ফেলেছেন জয়া। ছবির প্রাথমিক নাম ঠিক হয়েছে ‘কড়ক সিং’। ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন ‘কলিন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠী। কো-স্টার হিসাবে পঙ্কজ ত্রিপাঠীকে পেয়ে মন্ত্রমুগ্ধ জয়া। এক সাক্ষাৎকারে ঢাকাই সুন্দরী বলেছেন, 'স্টারডম জিনিসটি পঙ্কজজির (ত্রিপাঠী) মধ্যে নেই। তিনি ভীষণ সহযোগী একজন অভিনেতা। তিনি প্রায় সময়ই আমাদের জন্য খাবার নিয়ে আসতেন।

জয়া-পঙ্কজ ছাড়াও এই ছবিতে থাকছেন মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু এবং ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সাংঘি। গত শনিবার এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। জয়া আহসানকে কাজের ভক্ত পঙ্কজ। অভিনেত্রী জানান, ‘আমি জিগ্গেস করিনি আমার কোনও কাজ দেখেছেন কিনা উনি, নিজেই নিঁখুতভাবে বলছিলেন আমার কাজ নিয়ে। শ্যুটিং হোক বা আড্ডা- অনেক শিখেছি ওঁনার কাজ থেকে।’

আরও পড়ুন-৩ বছর পর অভিনয় জগতে ফিরলেন অরণ্য সিংহ রায়ের দিদি! কোন সিরিয়ালে থাকছেন দেবপর্ণা?

বাংলাদেশ নিয়েও প্রচুর আগ্রহ পঙ্কজ ত্রিপাঠীর, বিশেষত জয়ার কাছে একটা আবদারও রেখেছেন অভিনেতা। শ্যুটিং চলাকালীন নাকি ইলিশ খেতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু কলকাতায় বাংলাদেশের ইলিশ পাওয়া দুষ্কর, তাই জয়া বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন রেখেছেন। কারণ ‘ভোজন রসিক’ পঙ্কজ ত্রিপাঠিকে বাঙালি খাবার খাওয়াতে চান অভিনেত্রী।

আরও পড়ুন- শাহরুখের ‘পাঠান’ নিয়ে নয়া নির্দেশ দিল্লি হাই কোর্টের, ছবিতে আনতে হবে এই পরিবর্তন

শ্যুটিং শেষের পর মন খারাপ জয়ার। এতদিন একটা পরিবার হয়ে শ্যুটিং করছিলেন, শুধু সহ-অভিনেতা নয়, ইউনিটের সকলেই মিস করছেন জয়া আহসান। ইতিমধ্য়েই বলিউডে বেশ কিছু কাজের অফার রয়েছে জয়ার হাতে। সব ইন্ডাস্ট্রিতেই জয়ার কাছে অভিনয়ের ক্ষেত্রটা এক, তবে হিন্দি ভাষা রপ্ত করতে একটু বেগ পেতেই হচ্ছে। কিন্তু সেটাও অন্যরকম একটা অভিজ্ঞতা। আপতত শুধুই কাজ করে যেতে চান জয়া আহসান।

আরও পড়ুন-শ্বেতীরোগে আক্রান্ত মমতা, বিবর্ণ হয়ে যাচ্ছে মুখ! লিখলেন দক্ষিণী সুন্দরী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন