জয়া বচ্চনের মেজাজ হারানোর কথা নতুন নয়। এমনকি বিরক্ত হয়ে দু-চার কথা শোনানোও নতুন কিছু নয়। বলিউডের রাগী আন্টির এই রূপের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু তাই বলে সংসদে মেজাজ হারিয়ে খেঁকিয়ে উঠবেন তিনি! সম্প্রতি এমনটাই ঘটল। কিন্তু কেন মেজাজ হারালেন হঠাৎ?
আরও পড়ুন: সতর্কতা ছড়াতে এবার বেঙ্গল পুলিশের হাতিয়ার রূপম ইসলামের গান! কী নিয়ে সাবধানবাণী শোনালেন রকস্টার?
সংসদে কী ঘটেছে?
সম্প্রতি রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনের নাম বলার সময় তাঁর নামের সঙ্গে তাঁর স্বামীর নাম জুড়ে দেন তাতেই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। জয়া বচ্চনের বদলে জয়া অমিতাভ বচ্চন বলায় তিনি সকলকে আরও একবার জানিয়ে দিলেন তাঁর নিজের একটা পরিচয় আছে।
এদিন রাজ্য সভার সেশনে হরিবংশ জয়াকে ডাকার সময় বলেন, 'শ্রীমতি জয়া অমিতাভ বচ্চন জি আসুন।' তখনই জয়া উত্তরে বলেন, 'স্যার খালি জয়া বচ্চন বললেই যথেষ্ট ছিল। কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হল অফিসিয়ালি তাঁর কী নাম লেখা আছে।' তিনি এদিন আরও বলেন, 'এই যে নতুন সব ঢং হয়েছে যে মহিলারা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওঁদের নিজেদের কোনও অস্তিত্ব নেই। ওঁর কোনও নিজের উপলব্ধি নেই। অস্তিত্ব নেই। এই যেটা নতুন শুরু হয়েছে, এটা জাস্ট...'
কে কী বলছেন?
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অধিকাংশ মানুষই জয়া বচ্চনের সমর্থনে কথা বলেছেন। এক ব্যক্তি লেখেন, 'সাহসী।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কিন্তু অমিতাভ বচ্চনের নামটা কেন যুক্ত করা হল? যদি উনি ওটা নিজে না যুক্ত করেন তাহলে কে করল?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উনি কোনও অর্থেই ভুল নন। উনি নিজে একজন সফল অভিনেত্রী। আর সেটা বচ্চন হওয়ার আগেই। যা বলেছেন একদম ঠিক বলেছেন।'