কদিন আগই রাজ্যসভায় স্বামীর নাম ‘জয়া অমিতাভ বচ্চন’ ডাকায় আপত্তি তুলেছিলেন অভিনেত্রী। তবে হঠাৎই ভোলবদল। সমাজবাদী পার্টির সাংসদ, অভিনেত্রী এবার হঠাৎই নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, ‘আমি, জয়া অমিতাভ বচ্চন…’! এমন কথা শুনে হাসি চাপতে পারেননি জগদীপ ধনকড়। শব্দ করে হেসে ওঠেন তিনি। যে ভিডিয়ো এখন সামাজিক মাধ্যমগুলিতে রীতিমতো ভাইরাল।
২৯ জুলাই লোকসভার অধিবেশনে চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ জয়া বচ্চনকে উল্লেখ করে কথা বলতে গিয়ে বলেন ‘জয়া অমিতাভ বচ্চন’। শুনেই রেগে যান বর্ষীয়ান বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ। স্পষ্ট জানিয়ে দেন, ‘শুধু জয়া বচ্চন বললেই হবে’।
তবে ২ অগস্টই দেখা গেল ‘রাগী আন্টি’র ভোলবদল। এদিন জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলতে গিয়ে, জয়া বললেন, ‘স্যর আমি, জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি...’! এমন কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারলেন না জগদীপ ধনকড়। শব্দ করে হেসে উঠলেন।
নিজেকে সামলে নিয়ে জয়া ফের বলে ওঠেন, ‘আমি জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি, আপনি আজ দুপুরের খাবার খাওয়ার সময় পেয়েছেন? পাননি তাই না? তাই জয়রামজী-র নাম নিচ্ছেন বার বার। ওঁর নাম না নিলে তো আপনার আবার খাবার হজম হয় না!’
তবে জয়ার এই গুগলির জবাবে বেশ ভালোই ব্যাট করলেন ধনকড়ও। হাসতে হাসতেই বলেন, ‘আমি আপনার এই প্রশ্নের জবাব খুব হালকাভাবেই দিচ্ছি। লাঞ্চ ব্রেকের সময় দুপুরের খাবারটা না খেলেও, আমি খেয়েছি। জয়রামজীর সঙ্গেই দুপুরের খাবার খেয়েছি। এরকম সুযোগ সত্যিই কম আসে।’
প্রসঙ্গত, এর আগের দিন ‘জয়া অমিতাভ বচ্চন’ শুনে রেগে যাওয়ায় কম বিতর্ক হয়নি। এমনিতেই সোশ্যাল মিডিয়া আজকাল ‘রাগী আন্টি’ বলে ডাকে জয়াকে। তাঁকে নিয়ে মিমের ছয়লাপ। পাপারাৎজিদের উপর মেজাজ হারানোয় কটাক্ষেও জড়ান। এমনকী, বর্তমানে তো বউমা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনের ‘বিয়ে ভাঙার’ যে গুঞ্জন বাজারে ছড়িয়েছে, তাতেও আঙুল উঠেছে জয়া ও তাঁর মেয়ে শ্বেতার দিকেই। তাই নিজের ‘মেজাজি’ অবতার থেকে জয়াকে বেরিয়ে আসতে দেখে রীতিমতো হতবাক নেটপাড়া।
জগদীপ ধনকড় ও জয়ার এই ভিডিয়োয় এক নেট নাগরিক লিখেছেন, ‘জয়া বচ্চন হাসছে! ওহ মাই গড’। দ্বিতীয়জন লেখেন, ‘নিজের চোখ-কান কিছুই যে বিশ্বাস হচ্ছে না’! তৃতীয়জনের মন্তব্য, ‘আমি ৫-৬বার দেখে ফেলেছি ভিডিয়োটা’।