এই শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে ভক্তদের মনে জিজ্ঞাসার শেষ নেই। আর থাকবে নাই বা কেন বলুন দেখি! ২০০৭ সালে কেরিয়ারের মধ্যগগণে থাকাকালীন ঐশ্বর্য গাঁটছড়া বেঁধেছিলেন বচ্চন পুত্র অভিষেকের সঙ্গে। বিয়ের পর ১৬ বছর অতিক্রান্ত, আজও শ্বশুর-শাশুড়িকে নিয়ে এক ছাদের তলাতেই সংসার করছেন নীল নয়না সুন্দরী। এক কথায় বাধ্য বউমা তিনি।
বিয়ের আগে অনেক নিন্দুকই বলেছিলেন বিশ্ব সুন্দরী নাকি আদর্শ বউমা হবেন না। কিন্তু সেই সমালোচনা এক্কেবারে অর্থহীন তা বহুবার প্রমাণ করে দিয়েছেন ঐশ্বর্য। শ্বশুরের নয়নের মণি তাঁর ‘বহুরানি’, কিন্তু ‘খিটখিটে’ জয়া বচ্চনের সঙ্গে কতটা অম্ল-মধুর অ্যাশের বন্ডিং? বলিউডের অন্দরে একসময় রটেছিল জয়ার সঙ্গে নাকি অ্যাশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ‘অ্যায় দিল মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় ঐশ্বর্যর পর বিরক্ত হয়েছিলেন জয়া, এমনটাও শোনা যায়। এই শাশুড়ি-বউমার সম্পর্ক নিয়ে এক কথায় কম জলঘোলা হয়নি। তবে এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে একবার বলতে শোনা গিয়েছিল, ‘ঐশ্বর্যর আমার বন্ধুর মতো। ওর কোনও বিষয় পছন্দ না হলে সেটা সামনাসামনি বলি, ওর মুখের উপর। ওর পিছনে নিন্দেমন্দ করি না, কারুর পিছনে আমি কোনওদিন কথা বলিনি। হ্যাঁ, একটা ফারাক আছে, আমার কোনও জিনিস অপছন্দ সেটা ওকে একটু সম্মান রেখে বলতে হয়, আমি একটু নাটক করে বলি আর কী। জানেনই তো, আমার বয়স বাড়ছে’।
জয়ার কথায়, ঐশ্বর্যর সঙ্গে দারুণ সম্পর্ক তাঁর। মেয়েকে সামলে, নিজের অনান্য কাজ সেরে খুব বেশি সময় শাশুড়ির সঙ্গে কাটাতে না পারলেও যেইটুকু সময় তাঁরা একসঙ্গে কাটান তা হাসি-ঠাট্টায় ভরপুর।
এর আগে ২০১৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী ও মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন অভিষেক বচ্চন। তাঁর কথায় বচ্চন পরিবারের মহিলা ব্রিগেড মাঝেমধ্যেই চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে, এবং সেই চক্রান্তে তাঁদের হাতিয়ার বাংলা ভাষা। জুনিয়র বি বলেছিলেন ‘মা আর অ্যাশ আমার বিরুদ্ধে চক্রান্ত করে এবং দুজনে অনর্গল বাংলায় কথা বলতে থাকে। মা তো নিজেই বাঙালি তাই সেই ভাষা ওঁনার জানা। আর ঐশ্বর্য ঋতুদা (ঋতুপর্ণ ঘোষ)-র সঙ্গে 'চোখের বালি’তে কাজের সুবাদে বাংলা শিখেছে, ও খুব ভালো বাংলা বলতে পারে। তাই যখন আমার বিরুদ্ধে কোনও চক্রান্ত হয় বাড়িতে ওঁরা বাংলায় কথা বলা শুরু করে দেয়'।
বিয়ের চার বছর পর ২০১১ সালে কন্যা সন্তানের জন্ম দেন ঐশ্বর্য। আরাধ্যার জন্মের পর এক কথায় নিজের অভিনয় কেরিয়ারকে শিকেয় তোলেন বচ্চন বধূ। মেয়েকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত তিনি, পর্দায় তাঁকে দীর্ঘদিন পর গত বছর দেখা গিয়েছিল মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে। এই বছর মুক্তি পাওয়ার কথা এই ছবির দ্বিতীয় ভাগ। অন্যদিকে আপতত নিজের পলিটিক্যাল কেরিয়ার সামলাতেই ব্যস্ত জয়া বচ্চন। এই তারকা সাংসদকে বেশ কয়েক বছর রুপোলি পর্দায় দেখা যায়নি, তবে খুব শীঘ্রই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে তাঁকে।