বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaya Bachchan controversy: 'ভারতীয়রা মহিলারা কেন ওয়েস্টার্ন পোশাক পরে, প্রশ্ন জয়ার, কারণ বুঝিয়ে বললেন নাতনি

Jaya Bachchan controversy: 'ভারতীয়রা মহিলারা কেন ওয়েস্টার্ন পোশাক পরে, প্রশ্ন জয়ার, কারণ বুঝিয়ে বললেন নাতনি

জয়া বচ্চন ভারতীয় মহিলাদের পোশাক নিয়ে কী বলেলন

Jaya Bachchan on India Women's Attire: নাতনি নব্য নভেলির পডকাস্ট শোতে এসে সম্প্রতি জয়া বচ্চন ভারতীয় মহিলাদের পোশাক নিয়ে কী বললেন জানেন? দেখুন।

জয়া বচ্চন বরাবর তিনি কী ভাবছেন, কোন বিষয়ে তাঁর কী মত সেটা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতেই পছন্দ করেন। রাখঢাক না করে, যা বলার স্পষ্ট করে বলার জন্যই তিনি মাঝে মধ্যেই খবরের শিরোনামে চলে আসেন। সম্প্রতি তিনি নাতনি নব্য নভেলির পডকাস্ট শোতে এসে ভারতীয় মহিলা এবং তাঁদের পোশাক নিয়ে মন্তব্য করেন। কী বলেছেন তিনি? আসুন দেখে নেওয়া যাক।

জয়া বচ্চন নিজেকে ফেমিনিস্ট বলেই পরিচয় দিতে পছন্দ করেন। মহিলাদের হয়ে কথা বলা, তাঁদের পাশে দাঁড়ানো সব কিছুই করতে দেখা গিয়েছে এই বর্ষীয়ান অভিনেত্রীকে। একই সঙ্গে তাঁর যেটা ঠিক মনে হয় সেটাকে স্পষ্ট করে বলেন, ভুল মনে হলে সেটাও জানান। সম্প্রতি তিনি তাঁর নাতনি নব্য নভেলির পডকাস্টে অংশ নিয়েছিলেন।

এই অনুষ্ঠানে জয়া বচ্চন ভারতীয় মহিলাদের পোশাক এবং ড্রেসিং সেন্স নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথা অনুযায়ী, তিনি বুঝতে পারেন না কেন ভারতীয় মহিলারা ভারতীয় পোশাক না পরে, তার বদলে বিদেশি পোশাক পরে এবং তাতে স্বচ্ছন্দ বোধ করে। বিদেশি পোশাক পরার বিষয় নিয়ে অভিনেত্রী বলেন, 'খুব দুর্ভাগ্যজনক হলেও আমরা এটা কোথাও ভিতর ভিতর মেনে নিয়েছি যে বিদেশি পোশাক পরলেই বোধহয় একজন মহিলা এক পুরুষের সমকক্ষ হয়ে ওঠেন। আমি একজন মহিলাকে মহিলার পোশাকে ভাবেই দেখতে পছন্দ করি। আমি বলছি না যে যাও গিয়ে শাড়ি পরো। কিন্তু আগে বিদেশে মহিলারাও জামা পরতেন, কিন্তু যবে থেকে তাঁরা প্যান্ট পরা শুরু করলেন সব বলে গেল।'

জয়ার এ হেন বিস্ফোরক মন্তব্যের পরেই তাঁর কন্যা শ্বেতা বচ্চন বলে ওঠেন, বিদেশি পোশাক পরে দৈনন্দিন কাজ করতে সুবিধা হয়। যাতায়াতেরও সুবিধা হয়। নব্য দিদিমাকে বিষয়টা বুঝিয়ে বলেন, 'বিদেশি পোশাক পরে আমাদের চলাফেরা করতে সুবিধা হয়। আজকাল তো মহিলারা কেবল ঘরের কাজ সামলান না, তাঁরা সমান দক্ষতার সঙ্গে বাইরের কাজ সামলান, চাকরি করেন। নিয়মিত তাঁদের বাইরে বেরোতে হয়। আর সেক্ষেত্রে বেরোনোর সময় একটা প্যান্ট আর আর টিশার্ট পরে নেওয়া অনেক সহজ হয় শাড়ি পরার তুলনায়।'

এরপর যখন নব্য যখন সেই সব মহিলা সিইওদের কথা বলেন যাঁরা তাঁদের ব্যবসা, কাজ শাড়ি পরেই সামলান, তখন জয়া বচ্চন সেই বিষয়ে বলেন, ' তাঁরা নিজেদের সেভাবে তৈরি করেছে। নিজেদের জায়গা সেভাবেই প্রতিষ্ঠিত করেছে। আর তাঁদের মধ্যে এই আত্মবিশ্বাসটা আছে।'

এই প্রথমবার নয়, জয়া বচ্চন এর আগেও নব্য নভেলির এই পডকাস্টে এসে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন, জানিয়েছেন কীভাবে তিনি তাঁর রজঃস্রাব চলাকালীন, নানান সমস্যা নিয়েও শ্যুট করেছেন। জয়া বচ্চনকে আগামীতে করণ জোহরের ছবি ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। ছবিটি আগামী বছর ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে।

বন্ধ করুন