সম্প্রতি নিউ দিল্লির একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন। সেখানেই তাঁকে নরেন্দ্র মোদীকে নিয়ে একাধিক কথা বলতে শোনা গেল। জয়া বচ্চন এদিন বলেন যে তারকাদের যে জনপ্রিয়তা আছে সেটার সমতুল্য জনপ্রিয় কোনও রাজনীতিক কখনই হতে পারবেন না। এক না যদি তিনি নরেন্দ্র মোদী হন! এদিন তিনি বিজেপিকে নিয়েও নানা কথা বলেন।
আরও পড়ুন: ঝুলিতে রয়েছে ২৬টা ফ্লপ, ১৯৯৮ সাল থেকে দেননি একটাও হিট! কে এই বলিউডের 'সবথেকে অসফল' পরিচালক?
আরও পড়ুন: রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ মেরে চুমু ১৬ বছরের কিশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
নরেন্দ্র মোদীকে নিয়ে কী বললেন জয়া বচ্চন?
জয়া বচ্চন এদিন তাঁর কথা প্রসঙ্গে আরও বলেন যে বিজেপিতে এমন বহু নেতা, মন্ত্রী আছেন যাঁরা মোদীর নামের জন্যই নাকি নির্বাচনে জয়ী হন। তাঁর কথায়, 'এটা আমার দৃঢ় বিশ্বাস যে, আমি বিরোধী দলের হলেও সত্য এটাই যে শাসক দলের নেতারা সে তাঁরা অভিনেতা অভিনেত্রী হন বা এমনি রাজনীতিক তাঁরা নির্বাচনে জয়ী হন নরেন্দ্র মোদীর নামের জন্য। নিজেদের রাজনৈতিক পার্টির দক্ষতার জন্য নয়।'
অভিনেতারা রাজনীতিতে এলে কী হয়, কীসের সম্মুখীন হন সেটা নিয়ে জয়ার মত
অভিনেতা, অভিনেত্রী হওয়ার পাশাপাশি বহুজনকেই রাজনীতির আঙিনায় পা রাখতে দেখা যায়। এটা বলিউড, টলিউড, দক্ষিণের ইন্ডাস্ট্রি সবার জন্যই প্রযোজ্য। কিন্তু অভিনেতা, অভিনেত্রীরা যখন রাজনীতিতে পা রাখেন তখন তাঁদের কীসের সম্মুখীন হতে হয়? এই বিষয়ে জয়া বচ্চন বলেন, 'একজন অভিনেতা হিসেবে নাম করার পর, সফল কেরিয়ার গড়ার পর, মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করার পর যখন আপনি তাঁদের জন্য কিছু করতে চান অনেকেই তখন রাজনীতিতে আসেন। আমায় ক্ষমা করে দেবেন এটা বলছি বলে, কিন্তু আজ যদি একজন রাজনৈতিক নেতা দাঁড়ান তাঁকে দেখতে চারজন মানুষও আসবেন না যতক্ষণ না আপনি তেমন পরিচিত, জনপ্রিয় কেউ হচ্ছেন।'
আরও পড়ুন: ৩৫০০ ক্রিমিনালের মাঝে শাহরুখ-পুত্র! জেলে আরিয়ানকে কীভাবে বিপদের হাত থেকে বাঁচান আজাজ?
জয়া বচ্চন এদিন আরও বলেন, ' তাঁরা আপনাকে ভোট দিক আর চাই না দিক, সেটা তাঁদের উপর। কিন্তু আপনি জনপ্রিয় হলে আপনাকে একবার অন্তত দেখতে আসবে। যাঁরা রাজনীতি করেন তাঁরা চান মানুষ যেন ভিড় করে আসেন, তাঁদের কথা শোনেন। কিন্তু তার জন্য আগে তাঁদের আনতে হবে, তারপরই তো তাঁরা আপনার কথা শুনবে। কিন্তু তাঁরা তখনই আসবে যখন আপনি নরেন্দ্র মোদী হবেন। অন্য কেউ না।'