বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh-jaya: জয়ার বন্ধুদের পছন্দ করেন না অমিতাভ, তা বলে বাড়িতে সেই অতিথিরা এলে এমন করবেন!

Amitabh-jaya: জয়ার বন্ধুদের পছন্দ করেন না অমিতাভ, তা বলে বাড়িতে সেই অতিথিরা এলে এমন করবেন!

জয়া বচ্চনের বান্ধবীদের সঙ্গে ঠিক যেরকম ব্যবহার করেন অমিতাভ। 

সেই ১৯৭৩ সালে বিয়ে হয়েছএ জয়া-অমিতাভের। দাম্পত্যের বয়স ৪৯ পেরিয়েছে। অনেক বাধাবিপত্তি এরিয়ে আজ তাঁরা একসঙ্গে। তবে জয়ার বান্ধবীদের সঙ্গে এমন ব্যবহার করবেন অমিতাভ!

জয়া বচ্চন সম্প্রতি জানালেন অমিতাভ নাকি একেবারেই পছন্দ করেন না যখন তাঁর বন্ধুরা বাড়িতে আসে। এমনকী প্রকাশ্যে মেয়ে শ্বেতা বচ্চন নন্দা আর নাতনি নন্দা নভেলি নন্দার সঙ্গে এই নিয়ে হাসহাসিও করনে। জয়া তো বলেই বসলেন অমিতাভ আসলে এখন ‘বুড়ো’ হয়ে গিয়েছেন!

নভ্যার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা’-তে হাজির ছিলেন জয়া। সঙ্গে মেয়ে শ্বেতাও। বচ্চন পরিবারের তিন জেনারেশন বেশ খোশগল্পে মাতেন সেখানে। আর সেই চ্যাট থেকেই জানা যায় জয়া বচ্চনের একটা ৭ মহিলার গ্রুপ আছে। যারা বহুদিন ধরে একসাথে, কয়েক যুগ ধরে বলা চলে। আর যাদেরকে মজা করে বচ্চন-বাড়িতে ডাকা হয় ‘সাত সহেলি’ বলে। 

ওরা আলোচনা করেন যখন শ্বেতা, নভ্যা, অভিষেক এমনকী অগস্ত্যও খুশি হয় জয়ার বন্ধুরা বাড়িতে এলে। এমনকী বন্ধুত্বপূর্ণ ব্যবহারও করে। তবে অমিতাভ একটু বদমেজাজী হয়ে পড়ে। জয়া বচ্চন এই প্রসঙ্গে নভ্যাকে বলেন, ‘তোমার নানা হল, সবচেয়ে বিরক্ত। ও বলবে ‘আমাকে যেতে হবে, এক্সকিউজ মি লেডিজ। যদি আপনারা কিছু মনে না করেন।’ আর সত্যি বলতে ওরাও খুশি হয় উনি ওখানে না থাকলে।’

নভ্যা এরপর ‘নানি’ জয়াকে জানান যে, এমনটাও তো হতে পারে তাঁর বন্ধুরা অমিতাভের সামনে অপ্রস্তুত হয়ে পড়েন। আর তাতে অভিনেত্রী বলেন, ‘না না সচেতন না। ওরা তো ওঁকে অনেকদিন ধরেই চেনে। কিন্তু এখন কেমন যেন বদলে গিয়েছে। বয়সও তো হয়েছে। আসলে কী জানো তো বয়স হলেই যে বয়স্ক-বয়স্ক হাবভাব করতে হবে তেমন নয়, আবার কেউ আছে যার বয়স হলেও বয়সের ছাপ পড়তে দেয় না।’ আর তাতে অভিনেত্রীর নাতনি আর মেয়ে মস্করা করে বলেন, তালে কি জয়া নিজেকে ‘তরুণী বৃদ্ধ’ বলতে চান? আর তাতে ষাটোর্দ্ধ অভিনেত্রীর জবাব, ‘এই আমি মোটেই না! আমি বসে একজন ১৮ বছরের সঙ্গেও ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারি।’ আর তাতে নভ্যা মেনে নেন তাঁর দিদা মোটেই ‘গ্রাম্পি গ্র্যানি’ নন। 

চলতি বছরের ১১ অক্টোবর ৮০ বছর বয়সে পড়বেন অমিতাভ। অভিনেতাকে এরপর দেখা যাবে ‘গুডবাই’ ছবিতে, যা এই শুক্রবার মুক্তি পাওয়ার কথা। আর জয়া বচ্চনকে দেখা মিলবে রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। 

 

বন্ধ করুন