বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বিতর্ক বিক্রি করে পেট ভরে’, মিডিয়া দেখলে কেন খিটখিট করেন প্রশ্নে বিস্ফোরক জয়া!

‘বিতর্ক বিক্রি করে পেট ভরে’, মিডিয়া দেখলে কেন খিটখিট করেন প্রশ্নে বিস্ফোরক জয়া!

কেন মিডিয়াকে দেখলেই রেগে যান, জবাব দিলেন জয়া বচ্চন।

সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা’-তে গিয়ে পাপারাৎজি ও মিডিয়াদের ‘ঘৃণা’ আর ‘অবজ্ঞা’ করার কারণ জানালেন অমিতাভ-পত্নী জয়া বচ্চন। 

মিডিয়ার সঙ্গে বচসায় জড়ানো জয়া বচ্চনের রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় রোজই মেজাজ হারিয়ে চিৎকার চেঁচামেচি করে ফেলেন তিনি। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হয় সমালোচনা। কিন্তু কেন এমন করেন বর্ষীয়ান অভিনেত্রী? সম্প্রতি নাতনির নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো-তে এসে নিজের মুখেই এর কারণ জাহির করলেন। অমিতাভ-স্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি ‘ঘেন্না আর অবজ্ঞা’ করেন সেই সমস্ত মানুষদের যারা কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। 

জয়ার কথায়, ‘‘আমি ঘেন্না করি। অবজ্ঞা করি। আমি অবজ্ঞা করি সেই সমস্ত মানুষদের যারা লোকের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে আর সেইসব বিক্রি করে নিজেদের পেট ভরার চেষ্টা করে। আমার সত্যি এদেরকে দেখলে বিরক্ত লাগে। আমি তো পরিষ্কার বলি, ‘আপনাদের লজ্জা করে না?’ আমি সত্যি এগুলো নিতে পারি না।’’

এরপর নভ্যা তাঁর নানিকে প্রশ্ন করে দেন, জয়া যখন অভিনয় জগতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন কি তিনি জানতেন না এসব হবে? তাতে জয়ার উত্তর, আমি না কখনও এই সমস্ত দাবি ‘পূরণ করার চেষ্টা করেছি’ না ‘প্রশ্রয় দিয়েছি’। তাঁর কথায়, প্রথম থেকেই তাঁর বাজে লাগে মিডিয়াক নাকগলানো।

জয়া বলতেই থাকেন, ‘আমার রাগের অভিব্যক্তি জড়ো করে ইউটিউবে দিয়ে কেউ যদি টাকা কামায় আমার কিচ্ছু আসে যায় না। আপনি তাঁদের কাজ নিয়ে কথা বলুন আমি মানতে পারি। আপনি বলতেই পারেন ও একজন বাজে অভিনেত্রী, একজন বাজে সাংসদ। কিন্তু বসে আমার ব্যক্তিগত জীবন কাঁটাছেড়া করার আপনি কে! সবাই বলবে উনি খিটখিটে, রেগে যান! আরে আমি রেগে যাই কেন? কোথাও যাচ্ছি. আপানারা আমাকে আটকাতে শুরু করলেন, ছবি তুলতে শুরু করলেন। কেন আমার কি সাধারণ মানুষের মতো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই?’

জয়া কথাপ্রসঙ্গে বলেন তিনি জানেন তাঁদের ভিডিয়ো নেওয়া হয় এবং তা এডিট করে নানা সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া হয়। তাঁর কথায়, ‘ওরা যে ভিডিয়ো নেয়, আর যেটা ছড়ায় দুটোর মধ্যে আকাশপাতাল তফাত। ওদের স্বাধীনতা থাকতে পারে আর আমাদের কোনও স্বাধীনতা নেই?’ আরও পড়ুন: আছাড় খেয়ে পড়লেই ভালো! ফটোগ্রাফারদের উপর মেজাজ হারিয়ে এ কী বলে বসলেন জয়া বচ্চন!

জয়া এরপর বলেন, ‘আমি জানি কিছু মানুষ মিডিয়াতে কমেন্ট করেন কারণ সেটা নিয়ে তর্ক হবে, আলোচনা হবে। অনেক সেলেব্রিটি তো এর উপর ভিত্তি করেই জীবনে উন্নতি করেন।’

প্রসঙ্গত, গত সপ্তাহেই নাতনি নভ্যাকে নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকে গিয়েছিলেন জয়া। আর সেখানে মিডিয়ার এক ক্যামেরাপার্সনকে উদ্দেশ্য করে তাঁর বলা ‘আছাড় খেয়ে পড়লেই ভালো’ নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছিল।

 

বন্ধ করুন