বেফাঁস মন্তব্য অথবা যখন তখন রেগে যাওয়ার জন্য বেশ পরিচিত জয় বচ্চন। ছবিশিকারীদের সামনে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে তাঁকে। কিন্তু এবার তিনি যা করলেন, তা রীতিমতো অবাক করে দিলে সকলকে। অক্ষয় কুমারের সিনেমার নাম উল্লেখ করেই নিজের সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি। কী বললেন অমিতাভ ঘরণী?
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’, সিনেমাটি ছিল সচেতনতামূলক একটি সিনেমা। গ্রামের মহিলাদের শৌচালয় তৈরি করার বিষয়কে ঘিরে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। তবে শুধু এই সিনেমা নয়, ‘প্যাডম্যান’ সিনেমার মতো মেয়েদের শারীরিক বিষয় নিয়ে সচেতনতামূলক সিনেমায় অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমারকে।
আরও পড়ুন: ঋষিকেশে গঙ্গার ঘাটে গুহায় ধ্যান, গেরুয়া বেশে সোনু নিগম, সন্ন্যাস নিলেন নাকি গায়ক?
আরও পড়ুন: ৬০ কোটি নয়, খোরপোষ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল?
‘প্যাডম্যান’ হোক বা ‘টয়লেট’, সিনেমার গল্প মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। বক্স অফিসের অঙ্ক যাই বলুক না কেন, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক এই সিনেমা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু দর্শকদের যতই পছন্দ হোক না কেন, টয়লেট কিন্তু একেবারেই না পছন্দ জয়া বচ্চনের।
বুধবার আলোচনা সভায় টয়লেট সিনেমার নাম নিয়ে আপত্তি জানান জয়া। অভিনেত্রীর বলেন, ‘ছবির নামটা একবার দেখুন। ছবির যদি এরকম নাম হয়, সেই ছবি কোনওদিন আমি দেখতে যাব না। এটা কোনও নাম হল? এই ছবি হয়তো এত লোকের মাঝে চারজন দেখবে, তা সত্যি খুব দুঃখজনক। একদম অসফল ছবি এটি।’
আরও পড়ুন: সিঁথিতে চওড়া সিঁদুর, হাতে শাঁখাপলা, নব বিবাহিতার লুকে লাইভে, কবে বিয়ে হল! কী বললেন নন্দিনী দিদি?
আরও পড়ুন: বাবা কৃষ্ণরাজের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট ঐশ্বর্যর! দাদুকে শ্রদ্ধা জানালো আরাধ্যাও
প্রসঙ্গত, কেশব এবং জয়ার জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এই গল্পটি। কেশব ওরফে অক্ষয় যখন জয়া ওরফে ভূমির প্রেমে পড়ে যায় এবং বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন বাড়িতে শৌচালয় নেই বলে আপত্তি জানায় জয়া। জয়ার কথার মান রেখে বাড়িতে শৌচালয় তৈরি করার জন্য চিন্তাভাবনা করে কেশব। পরিবার এবং গোটা গ্রামের বিরুদ্ধে গিয়ে কীভাবে বাড়ির মধ্যে শৌচালয় তৈরি করবে কেশব, সেটাই দেখানো হয়েছিল এই সিনেমায়।
অক্ষয়ের ‘টয়লেট’ নিয়ে জয়া বচ্চনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও অক্ষয় কুমার এখনও এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি। অমিতাভ বা অভিষেকের তরফ থেকেও এই বিষয় নিয়ে মন্তব্য করতে শোনা যায়নি। জয়ার এই মন্তব্য ঘিরে আগামী দিনে অভিষেক বা অমিতাভের সঙ্গে অক্ষয়ের সম্পর্কের অবনতি হবে কিনা, সেটাই এখন দেখার।