বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘মেয়েরা মেয়েদের বড় শত্রু!’ পুরুষের নিরাপত্তাহীনতাই বেতন বৈষম্যর কারণ, দাবি জয়ার

‘মেয়েরা মেয়েদের বড় শত্রু!’ পুরুষের নিরাপত্তাহীনতাই বেতন বৈষম্যর কারণ, দাবি জয়ার

বেতন বৈসম্য নিয়ে কথা বললেন জয়া বচ্চন। 

সমাজের বহু ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা এর আগে বেতন বৈসম্য নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এই নিয়ে কথা বলতে শোনা গেল জয়া বচ্চনকেও পডকাস্ট শো হোয়াট দ্য হেল নভ্যাতে। 

নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো-তে এসে ‘বেতন বৈসম্য’ নিয়ে কথা বলতে শোনা গেল জয়া বচ্চনকে। নভ্যাই কথা প্রসঙ্গে জয়া আর মা শ্বেতাকে প্রশ্ন করেন তাঁদের কী মনে হয় এখনও কেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে কম বেতন পান, একই কাজ করেও। উদাহরণ হিসেবে তিনি নাম নেন ভারতের টেনিস আর বাস্কেটবল প্লেয়ারদের। 

উত্তরে জয়া বচ্চনকে বলতে শোনা যায়, ‘এটা হচ্ছে সেই পুরুষের নিরাপত্তাহীনতা, যে মাথায় বসে আছে। সে অনিরাপদ বলেই মজা পায় একটা মহিলাকে ছোট দেখিয়ে সে সমস্ত ফিল্ডে সমস্ত কাজে সবরমক ভাবে। আর এই ধরণের মানসিকতার ফলাফলই এটা।’

এখানেই না থেমে অমিতাভ-পত্নী নিজের বক্তব্যের সপক্ষে বলেন, ‘শতাব্দী ধরে মহিলারা নিজেদের জন্য কোনও স্ট্যান্ড নেয়নি। যদিও এখন এই চিত্র বদলেছে, যুব সমাজের হাত ধরে। আর মায়েরাও এখন বুঝতে শিখেছে তাঁদের মেয়ে তাঁদের ছেলের থেকে কোনও অংশে কম নয়।’ সঙ্গে জুড়ে দেন, ‘শিক্ষিত মহিলারাও ডবল স্ট্যান্ডার্ড। মাঝে মাঝে ভাবি বলে দি, আবার নিজেকে আটকে রাখি, আসলে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। তবে বাবাদের কিছু দায়িত্ব থাকে অবশ্যই।’

বলিউডে ফিরছেন জয়া খুব জলদি। ২০২৩ সালে আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যাতে আলিয়া আর রণবীর সিং-এর সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন আর শাবানা আজমিকে। এর আগে ২০১৬ সালে কি অ্যান্ড কা ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল জয়ার। আসলে বেশ কিছুদিন ধরেই তিনি ব্যস্ত রেখেছেন নিজেকে রাজনীতিতে। সমাজবাদী পার্টি থেকে এমপি-র দায়িত্ব সামলাচ্ছেন। তবে অনুরাগীরা কিন্তু আরও বেশি বেশি দেখতে চান জয়াকে সিনেমায়। 

 

বন্ধ করুন