Jaya Bachchan Vs Rekha Networth: বলিউডের দুই তারকা অভিনেত্রী জয়া বচ্চন এবং রেখা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও হাত পাকিয়েছেন তাঁরা। অভিনয় থেকে দূরে থাকলেও তাঁদের বিলাসবহিল জীবনযাপনে কোনও খামতি নেই। দু'জনের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন-
1/7বলিউডের দুই সুপারস্টার অভিনেত্রী রেখা এবং জয়া বচ্চন। দুজনেই বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন তাঁরা। বর্তমানে, জয়া বচ্চন সংসদের সদস্য, রেখা একটা সময় পর আর রাজ্যসভায় ফিরে আসেননি।
2/7বর্তমানে খুব একটা পর্দার সামনে আসেন না রেখা। কাজ করাও অনেক কমিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে রিয়ালিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে দেখা যায় তাঁকে। তবে এখনও বিলাসবহুল জীবনযাত্রা কাটান রেখা।
3/7মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের পশ এলাকা বান্দ্রায় প্রায় ১৫ কোটি টাকার বাংলোয় থাকেন রেখা। প্রবীণ অভিনেত্রীর পছন্দের গাড়িও বেশ বিলাসবহুল। ল্যান্ড রোভার ডিসকভারি, বিএমডব্লিউ ৩, মিৎসুবিশি আউটল্যান্ডার এবং টাটা নেক্সার মতো গাড়ি রয়েছে রেখার গ্যারেজে।
4/7সেলিব্রিটিনেটওয়ার্থ ডটকম, একটি ওয়েব সাইট যা ফিল্ম সেলিব্রিটিদের সম্পত্তির বিবরণ দেয়। সেখানের তথ্য অনুযায়ী, রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার।
5/7বচ্চন পরিবারকে বলিউডের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে গণ্য করা হয়। অমিতাভ বচ্চনকে বিয়ে করেছেন অভিনেত্রী জয়া বচ্চন। দম্পতির দুই ছেলেমেয়ে শ্বেতা এবং অভিষেক। বর্তমানে পুত্রবধূ, নাতিনাতনিদের নিয়ে তাঁদের সাজানো সংসার।
6/7রাজ্যসভা নির্বাচনের সময় জয়া বচ্চনের দেওয়া হলফনামায় বলা হয়েছিল, তাঁর নামে প্রায় ২০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।
7/7জয়া বচ্চন তাঁর এবং অমিতাভ বচ্চনের মোট সম্পদের পরিমাণ ১০০০ কোটি টাকাার বেশি বলে জানিয়েছিলেন।