মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট। সেখানেই যোগ দিতে হাজির প্রায় গোটা বলিউড। বচ্চন পরিবারের সঙ্গে আম্বানি পরিবারের সখ্যতা বহু পুরনো। ৩ মার্চ রবিবার ছিল অনুষ্ঠানের তৃতীয় দিন। গোটা বচ্চন পরিবার এ দিন হাজির হয়েছিলেন জামনগরে।
অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা নন্দা, জয়া বচ্চন এবং অগস্ত্য নন্দা, অভিষেক বচ্চন, আরাধ্যা এবং ঐশ্বর্যও হাজির হয়েছিলেন জামনগরে। তবে রবিবার রাতে একটি বিরল দৃশ্য চোখে পড়েছে সকলের। জয়া বচ্চনকে ভেন্যু ছেড়ে যাওয়ার সময় পাপারাজ্জিদের দিকে হাসতে দেখা যায়। এমনকি হাসির সঙ্গে হাত নাড়তেও দেখা গিয়েছে তাঁদের। নেটদুনিয়ায় তাঁর ভিডিয়ো ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন: ৫০-এ পা দিলেন সেলিম মার্চেন্ট! সোনু, বিশাল থেকে শানরা হাজির জন্মদিন পার্টিতে
পাপারাৎজ্জির সঙ্গে বরাবর আদায়-কাঁচকলায় সম্পর্ক জয়া বচ্চনের। রাগ নাকি তাঁর নাকের ডগায়, এই নিয়ে ওয়াকিবহাল গোটা বলিউড। মাঝরাস্তায় দাঁড়িয়ে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন তাঁদের ধমক দিচ্ছেন, এমন দৃশ্যও বার বার দেখেছেন নেটিজেনরা। তাঁর অনুমতি ছাড়া ছবি তুললেই রেগে কাঁই হয়ে যান তিনি। যদিও এ দিনের চিত্রটা ছিল পুরো উলটো। রবিবার প্রবীণ অভিনেত্রীকে প্রাক-বিবাহের স্থান থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরার দিকে হাত নেড়ে হাসিমুখে হাঁটতে দেখা গিয়েছে।
নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে জয়া বচ্চনের এই ভিডিয়ো। একজন ভক্ত লিখেছেন, ‘প্রথমবার আমি তাঁকে হাসতে দেখছি। খুবই অদ্ভুত’। অন্য একজন লিখেছেন, ‘আজ কিন্তু কাউকে বকা দেয়নি ওঁ’।
আম্বানিদের অনুষ্ঠানে একসঙ্গে বচ্চন পরিবারের সকল সদস্যদের নানান ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিয়োতে অভিষেক, ঐশ্বর্য রাই এবং তাঁদের মাঝে মেয়ে আরাধ্যাকে বসে থাকতে দেখা গিয়েছে। অনুষ্ঠানস্থলের ভিতরে তাঁরা একসঙ্গে বসে ঢোলের তালে তালে তাল মেলাচ্ছিলেন। অভিষেককে ঢোলের তালে ঘাড় দোলাতে এবং হাসতে দেখা গেল ঐশ্বর্যকে। আরাধ্যকেও হাতে তালি দিয়ে পুরো বিষয়টি উপভোগ করছেন। গান শেষ হতেই তিনজনে একসঙ্গে হাততালি দিয়ে ওঠেন।
প্রসঙ্গত, বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিষেক-ঐশ্বর্য আর এক ছাদের তলায় থাকছেন না। তাঁরা আলাদা থাকেন। খুব শীঘ্রই নাকি তাঁরা আলাদা হয়ে যাবেন। অনেক দিন ধরে বলিউডের প্রায় কোনও সামাজিক অনুষ্ঠানেই একসঙ্গে যেতে দেখা যায়নি অভিষেক-ঐশ্বর্যকে। গত বছর দীপাবলির দিন থেকেই অভিষেক-ঐশ্বর্যকে সেভাবে একসঙ্গে পাওয়া যায়নি। একমাত্র আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে গিয়েছিলেন, সেটাও অবশ্য আম্বানিদেরই স্কুল। তারপর এই প্রথম একসঙ্গে বসে সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে ঐশ্বর্য-অভিষেককে।