বাংলা নিউজ > বায়োস্কোপ > Boomerang Trailer: উড়ন্ত বাইকে ত্রাতা জিৎ! রুক্মিণীর ডবল ধামাকা, প্রকাশ্যে ‘বুমেরাং’ ট্রেলার, কী বলছেন দেব?

Boomerang Trailer: উড়ন্ত বাইকে ত্রাতা জিৎ! রুক্মিণীর ডবল ধামাকা, প্রকাশ্যে ‘বুমেরাং’ ট্রেলার, কী বলছেন দেব?

রুক্মিণীর ডবল ধামাকা! প্রকাশ্যে ‘বুমেরাং’ ট্রেলার, কী বলছেন দেব?

Boomerang Trailer: প্রথমবার জিতের সঙ্গে জুটিতে রুক্মিণী। সমর আর ইশার জীবনে রোবট নিশার এন্ট্রি! তারপর কী কী ঘটনা ঘটবে, ঝলক এল সামনে। 

রোবটের সঙ্গে মানুষের প্রেম! সম্প্রতি শাহিদ কাপুর-কৃতি শ্যাননের 'তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দর্শক দেখেছে এমন কাহিনি। এবার টলিউডে আসছে রোবট কেন্দ্রীক ‘সায়েন্স ফিকশন কমেডি’ বুমেরাং। শুক্রবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। পরিচালক সৌভিক কুণ্ডু আগেই বলেছিলেন শাহিদ-কৃতির ছবির সঙ্গে তাঁর ছবির মিল নেই, বরং ‘বুমেরাং’ তৈরি হয়েছে ফাল্গুনী চট্টোপাধ্যায় ‘পুনরায় রুবি রায়’ নাটক অবলম্বনে।

ট্রেলারের শুরুতেই উড়ন্ত বাইকে ত্রাতা জিৎ। হাই রাইজিং বিল্ডিংয়ে ঝুলে থাকা এক কিশোরকে উদ্ধার করেন নায়ক। সেই ম্যাজিক্যাল বাইকে রয়েছেন বিজ্ঞানী সমর সেন। টাকা নয়, তাঁর জীবনের একমাত্র লক্ষ্য মান। অবশেষে সফল তাঁর এক্সপেরিমেন্ট। হবহু বউয়ের মতো দেখতে রোবট বানাতে সক্ষম হয়েছে। কিন্তু গোল বাঁধবে যখন সেই রোবট 'বোমা' হয় সমরের পরিবারে এন্ট্রি নেবে।

মানুষের সব ইমোশন বুঝে উঠবার আগেই নিশা (রুক্মিণীর রোবট ভার্সন) হইচই ফেলে দেয় সমরের জীবনে। ননদের কাছে এমার্জেন্সি কেসের খবর পেয়েই ফিরে আসে সমরের স্ত্রী ইশা (রুক্মিণী)। ড্যামেজ কন্ট্রোলে সকলকে জানায়, তাঁর শ্বশুরের অবৈধ সন্তান নিশা। ইশা আর নিশার মাঝখানে বেহাল দশা সমরের। এই বুমেরাং পরিস্থিতি কীভাবে সামাল দেবে সে? সেই নিয়েই এগোবে গল্প।

ট্রেলার জুড়ে জিতের ক্যারিশ্মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিলেন রুক্মিণী। ছবিতে অনান্য চরিত্রে দেখা যাবে সৌরভ দাস, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তদের।

বাংলার রঙ্গমঞ্চে প্রথম রোবো-কমেডি নাটক ‘পুনরায় রুবি রায়’ অবলম্বনে এই ছবি তা ট্রেলারের শুরুতেই জানিয়েছেন পরিচালক। ট্রেলার মুক্তির আগেই ন্যাড়া মাথায় রুক্মিণীর লুক হইচই ফেলেছে। এর আগে জিতের প্রযোজনায় কাজ করলেও প্রথমবার জিতের নায়িকা রুক্মিণী। বুমেরাং নিয়ে কী প্রতিক্রিয়া দেবের?

 

ট্রেলার লঞ্চের আসরে রুক্মিণী জানালেন, 'ওঁর খুব ভালো লেগেছে। ইশা আর নিশা দুটো লুক নিয়েই ও ইমপ্রেসড। আরেকটা কথা বলল, চট করে এটা (ন্যাড়া মাথা) কেউ করে না, সাহসিকতার প্রতীক। তবে এটা শুধু দেব নয়, অনেকেই আমাকে বলেছে। ওর সাপোর্টটা সবসময়ই আছে, সর্বদা বলে- তোমার যদি ভালো লেগে থাকে করো।'

আপতত ‘বুমেরাং’ ছবি নিয়ে জোর চর্চা হয় টলিপাড়ার অন্দরে। ভোট মিটলেই প্রেক্ষাগৃহ আসছে জিৎ-রুক্মিণীর বুমেরাং। আগামী ৭ই জুন মুক্তি পাবে এই ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই হাতি খুনের কারণ কী?‌ এবার ময়নাতদন্তের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এবার চিকিৎসক পড়ুয়াদের জন্য নয়া ভাবনা ‘‌অভয়া পাঠশালা’‌, চালু হয়েছে মেদিনীপুরে জেনে নিন সেপ্টেম্বরে কবে থেকে শুরু হচ্ছে পঞ্চক, এ সময়ে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত 'ব, খ, গ… কিন্তু জানি', নিজের 'গালির স্টক' নিয়ে রোদ্দুর রায়কে চ্যালেঞ্জ কুণালের India B বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.