টলিউডে জিৎ সম্পর্কে পরিচিত একটি ধারণা আছে সকলের মনে। আর তা হল তিনি নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। তাঁর হাত ধরে অনেক নতুন মুখ উঠে এসেছে টলিউডে। এই যেমন চেঙ্গিজ দিয়ে ডেবিউ হচ্ছে সুস্মিতা চট্টোপাধ্যায়ের। পুরনোদের সঙ্গে কাজ করবেন না? অভিনেতা জবাব দিলেন ২৪ ঘণ্টাকে।
২১ এপ্রিল ইদ উপলক্ষে মুক্তি পেল জিতের চেঙ্গিজ। একসঙ্গে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। সে অর্থে প্রথম কোনও বাংলা সিনেমা মুক্তি পেল সর্বভারতীয় স্তরে অন্য় কোনও ভাষায়। স্বভাবতই উচ্ছ্বসিত দর্শক। এই সিনেমায় জিতের বিপরীতে দেখা গিয়েছে নতুন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়।
চেঙ্গিজ (Chengiz) প্রসঙ্গে জিৎকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এমন একটা সিনেমা যা বিশ্বব্যপী মুক্তি পেতে চলেছে সেখানে নতুন অভিনেত্রী সুস্মিতাকে নিতে ভয় লাগেনি? তাতে অভিনেতার জবাব ছিল, ‘সুস্মিতা মধ্যে অফুরান প্যাশন আছে। কিছুতেই ওকে না করতে দেখিনি। আর রইল অভিনয়ের কথা সেটা তো আমরা সবাই রোজ শিখি।’
জিৎ-এর প্রথম ছবি সাথী। যেই ছবি দিয়ে তাঁর সঙ্গে ডেবিউ হয়েছিল প্রিয়াঙ্কা ত্রিবেদীরও। জিৎ আজ সুপারস্টার হলেও হারিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। জিৎ যদিও জানালেন, তাঁর সঙ্গে আজও যোগাযোগ আছে। কথা হয়। সম্পর্ক খুবই মিষ্টি মধুর।
জিতের সঙ্গে আরেক যে নায়িকাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল তিনি হলেন স্বস্তিকা। ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে একসঙ্গে ৭টি সিনেমায় কাজ করেছিলেন-- ক্রান্তি, সাথীহারা, প্রিয়তমা, পার্টনার, পিতৃভূমি, মস্তান, কৃষ্ণকান্তের উইল। শোনা যায়, সেই সময় কাছাকাছিও এসেছিলেন একে-অপরের। একসঙ্গে দেখা যেত তাঁদের সেইসময় নানা পার্টিতে। স্বস্তিকাকে নিয়ে প্রশ্ন উঠলে জিৎ জবাব দেন, ‘আমার সঙ্গে কোনও যোগাযোগ নেই, তবে ভালো অফার পেলে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’
এমনকী, ‘গঙ্গুবাই’-এর মতো কোনও নারীকেন্দ্রিক ছবিতে যদি তাঁকে কেমিও করতে হয় সেটাও করতে রাজি বলে জানালেন। শুধু একটাই দাবি ছবির গল্প ভালো হতে হবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)