বাংলার অন্যতম সুপারস্টার হলেন জিৎ। তাঁর কাজ, অভিনয় এবং ব্যবহারে মুগ্ধ শত শত ভক্ত। অভিনেতার জন্মদিনের দিন বাড়ির বাইরে উপচে পড়ে ভিড়। কিন্তু জানেন কি জিতের এই বাড়ির নাম শামিয়ানা কেন? কেনই বা অমন একটি ক্রিয়েটিভ নেমপ্লেটে সেটা লেখা? এদিন সেটাই ব্যাখ্যা করলেন তিনি।
আরও পড়ুন: 'রং মাখানোর জন্য সবাইকে জোর করতাম', ভালোবাসলেও ছেলে ঝিনুকের সঙ্গে কেন কখনও দোল খেলেননি শ্রাবন্তী?
কী অর্থ জিতের বাড়ির
জিতের বাড়ি সামনে গেলেই দেখা যায় বাড়ির বাইরে একটি দুর্দান্ত ক্রিয়েটিভ নেমপ্লেটে লেখা 'শামিয়ানা'। আর তার দুই পাশে দুইজনের অর্ধেক করে মুখ। কারা তাঁরা? কেনই বা বাড়ির এমন সেটাই এদিন একটি সাক্ষাৎকারে ব্যাখ্যা করলেন তিনি।
জিতের একটি ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা ভিডিয়োতে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, 'এটা ধরে নিন মা বাবার জন্যই করা। শামিয়ানা কারণ, আমার মায়ের নাম সারদা, আর বাবার নাম মিঠু। তো সেখান থেকেই শামিয়ানা। কারণ, এটা সারদা আর মিঠুর আশিয়ানা।'
আর এই ক্রিয়েটিভ নেমপ্লেটের অর্থ বুঝিয়ে তিনি বলেন, 'আমার মা বাবা হোক বা অন্য কারও, তাঁদের ডিম্বাণু শুক্রাণু মিলেই তো নতুন প্রাণের সঞ্চার হয়। সেই ভাবনা থেকেই এটা করা। আমাদের দুনিয়া হল এই শামিয়ানা। আর এই দুনিয়া ওঁদেরই তৈরি করা।'
কিন্তু কার ভাবনা এমন নাম রাখার? এই বিষয়ে জিৎ জানান, 'পরিবারের সবাই মিলেই এটা বানিয়েছে। আমার ছোট ভাই নামের ব্যাপারটা ভেবেছিল আর এই ক্রিয়েটিভটি আমার ভাবনা ছিল। আমার মেজ ভাইয়েরও অন্যান্য বিষয়ে ইনপুট ছিল।'
প্রসঙ্গত জিৎকে আগামীতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। তাঁর সঙ্গে সেখানে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। নীরজ পান্ডে এই সিরিজের পরিচালনা করেছেন। আগামী ২০ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
কে কী বলছেন?
জিতের বাড়ির নামের অর্থ জেনে অভিভূত তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, ‘ক’জন সন্তান এভাবে নিজের বাবা মাকে সম্মান দেয়? জিৎদাকে দেখলে বোঝা যায় কতটা বড় মন ওঁর, ওঁর কার্য সম্পাদনাকে আমাদের কুর্নিশ ও শ্রদ্ধা।' আরেকজন লেখেন, 'জিৎ সবাই হয় না, আর ওঁর মতো ভালো মানুষ সেভাবে কোটিতেও পাওয়া যায় না।' তৃতীয় জনের মতে, 'সত্যি ভাই তোমার কোন তুলনা নাই।'