বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে দেবের পুজো রিলিজ ‘টেক্কা’। এর মধ্য়েই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন দেব। ক্রিসমাসে আসছে তাঁর ড্রিম প্রোজেক্ট ‘খাদান’। কিন্তু থেমে নেই দেব। টলিপাড়ায় চর্চা, খাদানের প্রচারের ফাঁকে রঘু ডাকাতের প্রস্তুতি পর্ব শুরু করেছেন অভিনেতা। ওদিকে সাময়িকভাবে থমকে গেল জিৎ ও তুফান পরিচালক রায়হান রাফির আসন্ন ছবি ‘লায়ন’-এর কাজ। আরও পড়ুন-‘মাটিতে পুঁতে দেব', মুসলিমদের আঘাত করার অভিযোগ,মিঠুনকে প্রাণনাশের হুমকি পাক ডনের
২০২১ সালের নভেম্বরে ‘গোলন্দাজ’ পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা সেরেছিলেন দেব। তারপর থেকে কার্যত বাক্সবন্দি হয়ে পড়েছিল এই প্রোজেক্ট। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় মাঝখানে ‘বগলামামা’র মতো ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ওদিকে দেব নিজের প্রযোজনা সংস্থার একের পর এক ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। অনেকেই বলছিলেন এই ছবি বোধহয় ঠান্ডা ঘরে চলে গিয়েছে।
কিন্তু '২৪-এর শেষলগ্নে মিলল সুখবর। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দেব নাকি এই ছবির প্রস্তুতির কাজ শুরু করেছেন। কেন এত বছর ধরে আটকে ছিল প্রোজেক্ট? দেব এর আগে জানিয়েছিলেন, রঘু ডাকাতের চিত্রনাট্য নিয়ে পরিচালকের সঙ্গে এখনও সহমত হননি তিনি, সেইজন্যই কাজ আটকে রয়েছে।
জনমানসে এবং বিভিন্ন বইয়ে প্রচলিত রঘু ডাকাতের দুর্ধর্ষ সব রোমাঞ্চকর কাহিনীর মিশেল নাকি হতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবি। সঙ্গে থাকবে নীল বিদ্রোহের ঘটনাও। কীভাবে নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়ে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার একসময়ের এই দুর্ধর্ষ ডাকাত, চিত্রনাট্যে সে ঘটনাও থাকবে বলেই খবর।
এককথায় রঘু ডাকাত ছিল বাঙালির 'রবিন হুড'। অস্তিত্বের পাকা প্রমাণ না থাকলেও মানুষের মুখে মুখে প্রাচীন অরণ্যের প্রবাদে পরিণত হয়েছে রঘু ডাকাত। জনশ্রুতি, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল সেই ইংরেজের বুকে ভয় কাঁপানো রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালীমন্দির। নাম তার ডাকাতে কালীমন্দির। ধীরে ধীরে সেই মন্দির 'রঘু ডাকাতের মন্দির' হিসেবে খ্যাতি পায়।
শাকিব-মিমির ‘তুফান’- বর্তমানে পাকিস্তানে কামাল করছে। এরপর রাফির নতুন অ্যাকশন ফিল্ম ‘লায়ন’, যেখানে টলিউডের জিৎ-এর পাশাপাশি দেখা মিলবে ঢালিউডের শরীফুল রাজের। এখন জানা যাচ্ছে, আগামী ইদে এই ছবির মুক্তির কোনও সম্ভাবনা নেই। কারণ চলতি বছর ডিসেম্বরে কোনওভাবেই ছবির শ্যুটিং শুরু হওয়া সম্ভব নয়। জানা যাচ্ছে, বিগ বাজেটের এই ছবি থেকে পিছু হটেছেন এক প্রযোজক। সেই কারণেই তৈরি হয়েছে আর্থিক জটিলতা। আর্থিক সমস্যা মিটলে তবেই ফ্লোরে যাবে এই ছবি।
যদিও ছবির ঘনিষ্ঠ সূত্র বলছে, ২০২৫ সালেই বক্স অফিসে মুক্তি পাবে লায়ন।