আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বড় পর্দায় আসছে খাদান। দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর সেই ছবিটিকে এবার শুভেচ্ছা বার্তা পাঠালেন টলিউডের বস জিৎ। শুভেচ্ছা বার্তায় লিখলেন কী?
আরও পড়ুন: 'ও সাইজ বুঝতে পারে না', বিয়ের বছর ঘুরতে চলল, কাঞ্চনের নামে কী অভিযোগ করলেন শ্রীময়ী?
আরও পড়ুন: নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
খাদানকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন খাদান?
এদিন জিৎ তাঁর এক্স হ্যান্ডেলে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে খাদানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান। সেখানেই তিনি লেখেন, 'নতুন পরিচালক সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান, দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য, স্নেহা বসু এবং অন্যান্য অভিনীত ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।' এরপরই তিনি দেবের জন্য বিশেষ টিপস দিয়ে বলেন, 'ব্যক্তিগত ভাবে দেবকে মাস কমার্শিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ব্যক্তিগতভাবে এই টুইটটার অপেক্ষায় ছিলাম, দুই পৃথিবী আবার এক হয়েছে, এবার তাণ্ডব হবে। অনেক অনেক ভালোবাসা নিও দাদা। এবার শুধু তোমাদের দুজনকে একসাথে চাই, কিচ্ছু শুনব না।' আরেকজন লেখেন, 'দেব আর জিৎ একজোট হলে বাইরের সিনেমা আমাদের সিনেমার শো কেড়ে নিতে পারবে না, তোমাদের উচিৎ একে অপরের সিনেমা মুক্তির সময় পাশে থাকা সবরকম ভাবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বস এবার জেগেছে।'
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। প্রসঙ্গত এই ছবিটি UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে সেন্সর বোর্ড থেকে। খাদান ছবিটির রান তাইম্ব২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। বক্স অফিসে ২০ তারিখ এই ছবিটি মুখোমুখি হবে প্রতিম ডি গুপ্তর চালচিত্র, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন ছবি তিনটির সঙ্গে।