উইকিপিডিয়া বলছে ২০২৪ সালের ৩০ নভেম্বর ৪৬ বছরে পা দিলেন তিনি। কিন্তু দেখলে কে বলবে সেই কথা? কার কথা বলছি? জিতের। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এদিন তাঁর বাড়ির সামনে ভক্তদের ঢল নামে। তাঁদের সঙ্গে নিয়েই কেক কাটলেন অভিনেতা।
আরও পড়ুন: 'আজ রাতে আর ওর ঘুম আসবে না...', যুবরাজ-ভক্তের জন্য কৌন বনেগা ক্রোড়পতিতে বিশেষ চমক অমিতাভের!
জিতের জন্মদিনের সেলিব্রেশন
এদিন জিৎ নিজেই তাঁর জন্মদিন উদযাপনের ঝলক দেখালেন। তাঁর বাড়ির নিচে দুটো টেবিল জুড়ে প্রায় ২০ টা কী তারও বেশি কেক সাজিয়ে রাখা ছিল। মেয়ে এবং ছেলেকে পাশে নিয়ে সেই সময় কেক টলিউডের বস কাটেন। পাশে ছিলেন তাঁর স্ত্রী মোহনাও।
এরপর তিনি ভক্তদের ধন্যবাদ জানান তাঁর জন্মদিনটিকে বিশেষ করে তোলার জন্য। এগিয়ে এসেও তাঁদের সঙ্গে দেখা করেন। ছবি তোলেন। লেখেন, 'ভালো থেকো সবাই। ভালো থেকো।'
তাঁর বাড়ির এক তলাটা পুরো নীল, গোলাপি এবং সোনালি রঙের বেলুন দিয়ে সাজানো ছিল। গেটের সামনে বেলুন দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থডে জিৎ। বাদ যায়নি জিৎ ফ্যান ক্লাব পোস্টারও। এক ভক্ত এদিন তাঁকে হাতে এঁকে একটি ছবিও উপহার দেন। ছিল বহু ফুলের তোড়া সহ অন্যান্য উপহার। এই ভিডিয়ো পোস্ট করে জিৎ কেবল লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। জিৎকে এদিন জুটের একটি শার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যায়। অভিনেতাকে দেখেই হইহই রইরই কাণ্ড শুরু হয়ে যায় তাঁর ভক্তদের মধ্যে।
অনেকেই এদিন জিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ জন্মদিন টলিউডের বস।' আরেকজন লেখেন, 'তুমিই টলিউডের সুপার স্টার। খুব ভালো থেকো।'
জিতের বার্থডে সেলিব্রেশন মধ্যরাতে
এদিন মধ্যরাতে বাজি নিয়ে অভিনেতার বাড়ির সামনে হাজির হয়ে যান তাঁর অনুরাগীরা। তাঁরা বাজি ফাটান, হইচই করেন। আর সবটা বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে দেখেন জিৎ।
আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ শরদ কাপুরের বিরুদ্ধে! শাহরুখের সহঅভিনেতার নামে দায়ের FIR
জিতের কাজ
জিৎকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল ছবিটি।